নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় ঘটনাস্থলেই শরিফুল ইসলাম (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আজিজুল হক(৫৫) নামের আরো এক জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ১১ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার চন্দননগর এলাকার বুধুরিয়া ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।
আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। শরিফুল ইসলাম বুধুরিয়া ডাঙ্গাপাড়া এলাকার মৃত ওছির আলীর ছেলে এবং আজিজুল হক একই এলাকার মৃত আফসের আলীর ছেলে।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম ও লালচানের বুধরিয়া এলাকায় পাশাপাশি জমি রয়েছে। সাইফুল ইসলামের বাবা তাদের জায়গাতে গাছ লাগিয়েছিলেন। জমিজমা মাপজোক করে গাছটি লালচানদের মধ্যে পড়ে। গাছ সাইফুল লাগানোর সুবাদে উভয়পক্ষের সম্মতিতে সাইফুল ইসলাম গতকাল (৯ এপ্রিল বুধবার) ২ টি মেহগনি গাছ কেটে নেয়। গাছ কাটায় উভয়পক্ষের মধ্যে বাদানুবাদ হয়। সকালে সাইফুল ইসলামকে দেখতে পেয়ে লালচান তাঁর অংশ বেড়া দিয়ে ঘিরে নিতে বলেন। সাইফুল অন্য কাজে ব্যস্ত আছে জানালে লালচান, কাশেম হাজীসহ ২০-২২ জন তার ওপর আক্রমণ করে। সাইফুলকে রক্ষা করতে এগিয়ে আসলে রামদা, কুড়াল, হাসুয়া দিয়ে অন্যদের ওপর আক্রমণ করলে ঘটনাস্থলেই শরিফুল ইসলামের মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। মামলার প্রস্তুতি চলছে। পরিস্হিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কেকে/ এমএস