পোষাক ব্যবসায়ীদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ নীটওয়্যার ম্যানুফেকচারার্স এন্ড এক্সপোটার্স এসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাচনে ৪২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বুধবার (৯ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৩৪টি পদের বিপরীতে তারা এ মনোনয়নপত্র জমা দেন।
বিকেএমইএ অফিস জানায়, নারায়ণগঞ্জ, ঢাকা ও চট্টগ্রাম অফিসের ৪৩টি মনোনয়নপত্র বিক্রি হয়। এরমধ্যে নারায়ণগঞ্জে ২৫টি, ঢাকায় ১১টি ও চট্টগ্রামে ৭টি মনোনয়নপত্র বিক্রি হয়। বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন মোহাম্মদ হাতেম নেতৃত্বাধীন প্যানেল। এ প্যানেল থেকে ৩৯টি মনোনয়নপত্র জমা দেয়া হয়।
মনোনয়নপত্র গ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শফিউল্লাহ চৌধুরী বলেন, এর আগে এমন মুক্ত পরিবেশে বিকেএমইএর নির্বাচন হয়নি।
ভোটারদের মধ্যেও ব্যাপক আগ্রহ রয়েছে। এ নির্বাচনের জন্য কোন চাপ নেই। আশা করছি, একটি সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচন হবে।
মনোনয়নপত্র জমা গ্রহণকালে আরও উপস্থিত ছিলেন-নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী।
বিকেএমইএ সূত্র জানায়, নির্বাচন পরিচালনার জন্য ৪ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি ও আপীল বোর্ড গঠন করা হয়েছে। আপীল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে জাহাঙ্গীর আলামিন, সদস্য হিসেবে রয়েছেন-মোহাম্মদ আইয়ুব, অ্যাডভোকেট আওলাদ হোসেন, সম্পাদক হারুন অর রশিদ।
কেকে/এআর