ভাঙ্গুড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে দিনমজুরের আত্মহত্যা
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৬:১৬ পিএম

ভাঙ্গুড়ায় ট্রেনে কাটা পড়া ব্যক্তিকে দেখতে ভিড় জমায় এলাকাবাসী। ছবি: খোলা কাগজ
পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বেলাল হোসেন (৬০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে ঈশ্বরদী-ঢাকা রেল পথের ভাঙ্গুড়া পৌর সদরে বড়াল ব্রিজ রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বড়াল ব্রিজ রেলস্টেশনের বুকিং সহকারী মো. শফিউল আলম মুন্সী। নিহত বেলাল উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের শাহনগর ভিটাপাড়া গ্রামের মৃত আ. ছামাদের ছেলে। পেশায় তিনি দিনমজুর শ্রমিক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেন বড়াল ব্রিজ স্টেশনে বিরতি দেয়। পরে ট্রেনটি প্ল্যাটফর্ম অতিক্রম করার সময় বেলাল হোসেন ট্রেনের পিছনের বগির নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনাস্থলে থাকা ভাঙ্গুড়া থানা পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি জিআরপি থানা পুলিশকে জানানো হয়েছে। তবে তিনি মানসিক রোগে ভুগছিলেন বলে জানা গেছে।
কেকে/এএস