সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: জেন-জি বিক্ষোভের মুখে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট      ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছি, ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছি       এবার ‘শাপলা’ প্রতীক চাইল বাংলাদেশ কংগ্রেস      ইসরায়েলে ট্রাম্পের ভাষণে বাধা, ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি      কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক স্বীকৃতি      শিক্ষা ভবনের সামনে ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ      হামাস-ইসরায়েল বন্দি বিনিময় শুরু, প্রথম দফায় ৭ জিম্মি হস্তান্তর      
দেশজুড়ে
নবীন-প্রবীণের মিলনমেলা: দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উৎসব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ৭:৫৯ পিএম
দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উৎসব অনুষ্ঠানে এক প্রাক্তন ছাত্র কোলে চড়ে আসেন অনুষ্ঠানস্থলে।

দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উৎসব অনুষ্ঠানে এক প্রাক্তন ছাত্র কোলে চড়ে আসেন অনুষ্ঠানস্থলে।

একদিকে সাদা চুলের প্রবীণরা স্মৃতিচারণায় ব্যস্ত, অন্যদিকে মাঝবয়সীরা নিজেদের সাফল্য-ব্যর্থতার গল্প ভাগ করছেন, আর তরুণেরা স্বপ্নের বুননে খোশগল্পে মশগুল—এমনই এক ব্যতিক্রমী মিলনমেলায় পরিণত হয়েছিল চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা গ্রামের দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উৎসব। ‘স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে, এসো মিলি প্রাণের বন্ধনে’—এই স্লোগানে একত্রিত হয়েছিলেন বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিনব্যাপী আয়োজিত এই মহামিলন উৎসবে অংশ নেন দুই সহস্রাধিক বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী। বিদ্যালয়ের মাঠ, লাগোয়া সড়ক ও আশপাশের পরিবেশ সেজে উঠেছিল এক উৎসবমুখর আবহে।

অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিদ্দিক উল্ল্যাহ। তিনি বলেন, এই বিদ্যালয় আমাদের গর্ব, আমাদের শেকড়। ৭৫ বছর পেরিয়ে এটি যে সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে, তা আমাদের সবার জন্য আনন্দের বিষয়।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শাহ সূফী আবদুল করিম দরবেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং প্রয়াত শিক্ষকদের স্মরণে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

প্রাক্তন শিক্ষার্থী আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ ও মাঞ্জুমা শারমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়ার বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের সাবেক প্রফেসর আব্দুল ওয়াদুদ।

আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষাবিদ, রাজনীতিবিদ এবং বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, যারা একসময় এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন।

প্রাক্তন ছাত্র অ্যাডভোকেট হালিম পাটওয়ারী আবেগপ্রবণ হয়ে বলেন, ২৩ বছর পর স্কুলে এলেও মনে হচ্ছে সেই দূরন্ত শৈশবে ফিরে গেছি। মাঠের প্রতিটি কোনায় আমাদের স্মৃতি জড়িয়ে আছে।

আয়োজক কমিটির সদস্য আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, স্কুলজীবনের স্মৃতিগুলো নতুন করে জাগিয়ে তুলতে এই আয়োজন। যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

দিনব্যাপী বিভিন্ন কর্মকাণ্ড শেষে সন্ধ্যার পর শুরু হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেন স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীরা। সঙ্গীত পরিবেশনের পাশাপাশি কবিতা আবৃত্তি, নাটিকা ও নাচ পরিবেশিত হয়।

কেকে/এএম

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে ৩০০ শয্যা হাসপাতালে ১৫ দালাল গ্রেফতার
মাদারগঞ্জে আদালতের রায় অমান্য করে একই জমি দুই পক্ষে নামজারী
জেন-জি বিক্ষোভের মুখে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট
সুন্দরগঞ্জে নিয়োগ বাণিজ্যের অভিযোগের প্রতিবাদ অধ্যক্ষের
ব্রাহ্মণপাড়া সীমান্তে তিন কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

সর্বাধিক পঠিত

টাঙ্গাইলকে ময়মনসিংহে যুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
জালিয়াতি মামলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শিবচরে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন
আমিরাতে ‘প্রবাসী প্রিমিয়ার ফুটবল লিগ’ শুরু ৭ নভেম্বর

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close