মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫,
১২ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
শিরোনাম: এল ক্লাসিকো জয়ের পরই বড় দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ      এনসিপিকে শাপলা প্রতীক না দেয়া ইসির স্বেচ্ছাচারিতা : নাহিদ      জাতীয় নির্বাচনের আগেই গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের       ক্যাসিনো সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড      প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর      অতিরিক্ত জামিন দেওয়ায় ৩ বিচারপতিকে কারণ দর্শানোর নোটিশ      ‘নির্বাচন সুষ্ঠু করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আনসার’      
দেশজুড়ে
আত্রাইয়ে জামায়াতের প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ৩:০৭ পিএম আপডেট: ০৩.০৪.২০২৫ ৫:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী খবিরুল ইসলাম মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। 

মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৯টায় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠ হতে বিকাল পর্যন্ত চার শতাধিক মোটরসাইকেল বহরে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে উপজেলার আটটি ইউনিয়নে এ শোভাযাত্রা করেন। একই সাথে বিভিন্ন বাজার ও মোড়ে মোড়ে পথসভা করেন তিনি।

শোভাযাত্রার সময় জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী খবিরুল ইসলাম জানান, ঈদের শুভেচ্ছা বিনিময়, মাঠ পর্যায়ে জনগনকে দলে সম্পৃক্ত করা, দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করা এবং নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই মোটরসাইকেল শোভাযাত্রা। মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে সদর ইউনিয়ন, শাহাগোলা, ভোঁপাড়া, কালিকাপুর, পাঁচুপুর, বিশা, মনিয়ারী, হাটকালুপাড়া ইউনিয়নের প্রধান প্রধান সড়ক দিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেন। 

এ সময় বিভিন্ন হাট-বাজারে মোড়ে মোড়ে এবং জনসমাগম এলাকায় থেমে থেমে পথসভা ও সাধারণ মানুষের সাথে কুশল ও ঈদ শুভেচ্চা বিনিময় করেন।

উপজেলার ভবানীপুর বাজারে পথসভায় খবিরুল ইসলাম বলেন, দেশে শান্তি প্রতিষ্ঠায় এবং ইসলামী শাসন ব্যবস্থা চালু করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলকে ক্ষমতায় যেতে সবাইকে সার্বিক সহযোগিতা করতে অনুরোধ জানান। এ সময় তিনি  জুলাই-আগস্ট আন্দোলনে জীবনের মূল্যবান সম্পদ উৎসর্গকারীর আত্নার রুহের মাগফেরাত কামনা করেন। সেইসঙ্গে অসুস্থদের সুস্থতা চেয়ে আল্লাহর কাছে ফরিয়াদ কামনা করেন। 

এ সময় আত্রাইয়ের জমিনে শুয়ে থাকা দুইজন শহিদ শাকিল আনোয়ার ও শেখ ফাহামিন জাফরকে স্মরণ করে বলেন, তাদের আত্নদানের বিনিময়ে আগামীতে আমাদের বিজয় আসবে উল্লেখ করে শুকরিয়া আদায় করেন। 

এ সময় আফগানিস্থান ও ফিলিস্তিনের মা-বোন ও জনসাধারণের ওপর জুলুম ও নির্যাতনের কথা উল্লেখ করে সেখানকার ইহুদিদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। 

তিনি আরো বলেন, জনগন এখন বুঝতে শিখেছে এদেশে আর নৈরাজ্য হতে দেওয়া হবে না। আগামী দিনে মানবিক ও কল্যাণ রাষ্ট্র উপহার দিতে ইসলামী আন্দোলনের সকল কর্মীকে সোচ্চার হয়ে কাজ করার আহ্বান জানান। যেহেতু ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ মানবিক গুনাবলি সম্পন্ন রাষ্ট্র চায় সেহেতু আমরা কারো উসকানিতে পা বাড়াব না। আল্লাহ ধৈর্য্যশীল মানুষকে পছন্দ করেন এবং তাকে সম্মানের সর্বোচ্চশিখরে আশীন করেন।

শোভাযাত্রায় জামাতের উপজেলা আমীর আসাদুল্লাহ আল গালীব, নায়েবে আমীর ওসমান গনি, সেক্রেটারি তোজাম্মেল হকসহ উপজেলার আটটি ইউনিয়নের জামায়াতে ইসলামী ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেয়। শোভাযাত্রার শেষ মুহুর্তে উপজেলার বান্দাইখাড়া ও সমসপাড়া বাজারে সংক্ষিপ্ত পথসভা করেন।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

পত্নীতলায় বীজ বিনিময় উৎসব
আফগানিস্তানকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের
শ্রীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিকদের
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও ডিএনসিসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
এল ক্লাসিকো জয়ের পরই বড় দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ

সর্বাধিক পঠিত

ফরেস্টারদের কাঙ্ক্ষিত পদোন্নতিকে স্বাগত জানাল বিএফএ
পঞ্চগড়ে মহাবিপন্ন প্রাণী বনরুই উদ্ধার
ভূঞাপুরে জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রকল্পে নিম্নমানের কাজের অভিযোগ
রাজেন্দ্র কলেজে ছাত্রশিবিরের ‌অর্থসহ কোরআন উপহার
আজ সন্ধ্যায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মোন্থা

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close