ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়ার বিশ্ব রেকর্ড

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:১৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০২০

আরহাম ওম তালসানিয়ার বয়স মাত্র ৬ বছর। পড়াশোনা দ্বিতীয় শ্রেণিতে। অন্যদের মতো সে-ও ঘরবন্দি। কিন্তু অলস সময়কে কাজে লাগিয়ে পাইথন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কম্পিউটার প্রোগ্রাম তৈরি করে ফেলেছে সে। এ কারণে খুদে এই শিক্ষার্থীর নাম উঠে গেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।

আরহাম ওম তালসানিয়ার বাড়ি ভারতের গুজরাটের আহমেদাবাদে। সে এখন বিশ্বের সর্বকনিষ্ঠ কম্পিউটার প্রোগ্রামার। এনডিটিভির খবরে বলা হয়েছে, আরহাম ওম তালসানিয়া ভারতের পিয়ারসন ভিইউই টেস্ট সেন্টারে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পরীক্ষায় অংশ নেয়। এ পরীক্ষায় পাস করার পরই বিশ্বের সবচেয়ে খুদে কম্পিউটার প্রোগ্রামার হিসেবে নাম ওঠে আরহামের।

এখন যে কারও মনে হতে পারে এত অল্প বয়সে কীভাবে প্রোগ্রামিং শিখল খুদে আরহাম।? এক সাক্ষাৎকারে সে নিজেই জানিয়েছে, কীভাবে অসাধ্য সাধন করেছে সে। আরহাম এএনআইকে বলে, ‘?আমার বাবা আমাকে কোডিং শিখিয়েছে। দু? বছর বয়সেই আমি ট্যাবলেট ব্যবহার করতে পারতাম। তিন বছর বয়সে আমার আইওএস এবং উইন্ডোজ গ্যাজেট ছিল। পরে জানতে পারি আমার বাবা পাইথন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেন।?’

 
Electronic Paper