ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দুই সূর্যের গ্রহ!

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:১৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২০

দুইটি সূর্যকে সামনে রেখে পাক খেয়ে চলেছে গ্রহটি। তার কক্ষপথ বাঁধা দুটি সূর্যের সঙ্গে। বিস্ময়কর এ গ্রহের সন্ধান দিয়েছেন ১৭ বছরের এক কিশোর। নাসার গড্ডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে ইনটার্ন হিসেবে কাজ করছেন তিনি। কাজ শুরুর মাত্র তিনদিনের মধ্যেই জ্যোতির্বিজ্ঞানে আলোড়ন ফেলেছেন ওই কিশোর।

জানা যায়, ওই কিশোরের নাম উলফ কুকিয়ার। নিউইয়র্কের স্কার্সডেল হাইস্কুলের ছাত্র তিনি। পৃথিবী থেকে এক হাজার তিনশ’ আলোকবর্ষ দূরে এক অজানা গ্রহে চোখ পড়েছে তার।

যার একটা নয় দুইটি সূর্য। উলফ জানিয়েছে, টিওআই ১৩৩৮ সিস্টেম থেকে সিগন্যাল পেয়েছিলাম। এটা একটা বাইনারি সিস্টেম যেখানে একটা গ্রহের দুই সূর্য রয়েছে। বৃত্তাকার কক্ষপথে সেই গ্রহটি ঘুরে চলেছে তাদের কেন্দ্র করে।

 
Electronic Paper