ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বানর তাড়াতে বাঘ

খোলা কাগজ ডেস্ক
🕐 ৭:৪১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২০

ফসলের ক্ষেত থেকে বানরদের তাড়াতে ভারতের কর্ণাটকের কৃষক শ্রীকান্ত গৌড়া দারুণ এক উপায় বের করেছেন। তিনি তার পোষা কুকুরকে কলপ দিয়ে বাঘ সাজিয়ে ক্ষেত পাহারায় লাগিয়ে দিয়েছেন। দূর থেকে কুকুরকে বাঘ মনে করে সত্যি সত্যি বানররা এখন আর তার ক্ষেতের কাছে ভিড়ছে না।

এমন অদ্ভুত বুদ্ধি কোথায় পেলেন জানতে চাইলে ওই কৃষক বলেন, বছর চারেক আগে উত্তরা কান্নাডা এলাকায় বেড়াতে গিয়ে এক কৃষককে তিনি দেখেছিলেন একটি পুতুলের গায়ে বাঘের রং দিয়ে বানরদের বোকা বানাতে। শুনতে আজব লাগলেও নিজে প্রয়োগ করে দেখলেন পদ্ধতিটি আসলেই কাজ করে। কিন্তু এও বুঝতে পারলেন বেশিদিন এভাবে বানরের মতো চালাক প্রাণীকে বোকা বানিয়ে রাখা যাবে না।

তাই এ বছর নিজের পোষা কুকুরটিকে ছোটখাটো বাঘের সাজে সাজিয়ে ফেলেন তিনি। সেইসঙ্গে আসল বাঘ আর তার নকল বাঘের কিছু ছবি টানিয়ে দেন ক্ষেতের বিভিন্ন জায়গায়।

জানা গেছে, গায়ের রং পরিবর্তনে হেয়ার ডাই ব্যবহার করায় কুকুরটির কোনো ক্ষতিই হয়নি। আর এই রং কয়েকমাস পর্যন্ত থাকে।

এই পদ্ধতিতে আশানুরূপ সাফল্য পেয়েছেন শ্রীকান্ত। তাই অন্য কৃষকরাও ধীরে ধীরে তার পথ অনুসরণ করতে শুরু করেছেন।

 
Electronic Paper