ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রাতারাতি ভাগ্যবদল

ডেস্ক রিপোর্ট
🕐 ১০:৩৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ০৬, ২০১৯

মধ্যবয়সি অ্যাডাম স্টেপলস এবং লিজা গ্রেস ইংল্যান্ডের ডার্বিশায়ারের দম্পতি। যুক্তরাজ্যের উত্তর-পূর্ব সমারসেটে এক চাষির জমিতে তাদের অপেক্ষায় ছিল প্রায় ৩৬ কোটি টাকা মূল্যের গুপ্তধন।

রাতারাতি ভাগ্যবদল তারা মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার পর মাটি খনন করে পান ২৫৭১টি রুপার মুদ্রা। এতেই রাতারাতি ভাগ্য বললে যায় তাদের। আনন্দবাজার পত্রিকা থেকে এ তথ্য পাওয়া গেছে।

ইতিহাসবিদদের ধারণা, ওই মুদ্রাগুলি রাজা দ্বিতীয় হ্যারল্ড এবং উইলিয়ম দ্য কঙ্কারার-এর সমসাময়িক। তারা ছিলেন ভিন্ন যুগের দুই বিজয়ী। রাজা দ্বিতীয় হ্যারল্ড ছিলেন ইংল্যান্ডের শেষ অ্যাংলো স্যাক্সন রাজা।

গুপ্তধন উদ্ধারের পরে নিয়ম অনুযায়ী তারা যোগাযোগ করেন ডার্বিশায়ার কাউন্টির স্থানীয় লিয়াজোঁ এমপির সঙ্গে। তারপর তা পাঠানো হয় ব্রিটিশ মিউজিয়ামে। এই গুপ্তধন উদ্ধার হয়েছে প্রায় সাত মাস আগে। তার পর এত দিন ধরে তার মূল্যায়ন চলছে।

যদিও মিউজিয়াম কর্তৃপক্ষ একে দেশের সম্পদ বলে ঘোষণা করেন, তবে উদ্ধারকারীরা তাদের খননের সমমূল্য পাবেন। সেই অর্থের অর্ধেক অবশ্য দিতে হবে জমির মালিককে। অ্যাডাম-লিজা অবশ্য নিশ্চিত, খুব শিগগিরই এই ঘোষণা হয়ে যাবে।

 
Electronic Paper