ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দেবতা সেজে সম্পদ দান

ডেস্ক রিপোর্ট
🕐 ১:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৯

দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের গুয়াংঝুর একটি পার্কে গত শনিবার দুই চীনা শিল্পী তাদের মল্লক্রীড়া বা কসরত প্রদর্শন করে। তারা দুজনেই সম্পদের দেবতার লাল রঙের পোশাক পরে মাটি থেকে অনেক উঁচুতে দড়ির ওপর বিভিন্ন রকমের কসরত দেখায়।

তবে সে সময় পার্কে ভ্রমণকারীরা ব্যাপারটি জানত না বিধায় তারা ভীষণ অবাক হয় এবং উল্লাস করতে থাকে। জীবনের ঝুঁকি নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করে পার্কের এক কর্মী। সেখানে কসরত দেখাতে দেখাতে তারা দুজন একসময় লাল খামের চিঠি দর্শনার্থীদের উদ্দেশে উড়িয়ে দেয়।

পার্কে কাজ করা ওই কর্মীর মতে, লাল খাম দর্শকদের উদ্দেশে ছোড়ার অর্থ হচ্ছে, চীনাদের সম্পদের দেবতা তাদের সম্পদ দান করছে। যদিও ওই খামের মধ্যে কোনো সম্পদ ছিল না।

 
Electronic Paper