ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দ্বিতীয় টি-২০তে ঘূর্ণিঝড়ের শঙ্কা

ক্রীড়া ডেস্ক
🕐 ১১:৪৮ পূর্বাহ্ণ, নভেম্বর ০৫, ২০১৯

দিল্লির প্রকট বায়ুদূষণের মধ্যে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০ খেলেছে বাংলাদেশ এবং ভারত। দূষিত অক্সিজেনে নিঃশ্বাস বন্ধ হয়ে আসার জোগাড় ছিল ক্রিকেটারদের।

সেই বায়ুদূষণের সঙ্গে লড়াই করে দিল্লিও জয় করেছে বাংলাদেশ ক্রিকেটাররা। কিন্তু এবার গুজরাটের রাজকোটে সাইক্লোনের কবলে পড়তে যাচ্ছে বাংলাদেশ এবং ভারতের দ্বিতীয় টি-২০। সিরিজের দ্বিতীয় টি-২০ ভেসে যাওয়ারও শঙ্কা আছে।

ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ইএসপিএন ক্রিনইনফো ভারতের আবহাওয়া অধিদফতরের সূত্র ব্যবহার করে জানিয়েছে, সাইক্লোন ‘মহা’ রাজাকোটে আঘাত হানতে পারে।

আগামী ৬ নভেম্বর বুধবার সাইক্লোনটি উপকূলে এসে আঘাত হানতে পারে। সঙ্গে ভারী থেকে প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশ এবং ভারতের দ্বিতীয় টি-২০ ম্যাচটি সূচি অনুযায়ী আগামী ৭ নভেম্বর হওয়ার কথা।

 
Electronic Paper