ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

উজ্জ্বল মাহমুদউল্লাহ ব্যর্থ তামিম-মুমিনুল

ক্রীড়া প্রতিবেদক
🕐 ১০:৫৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০১৯

বৃষ্টি মাথায় নিয়ে শুরু হলে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। কাল উদ্বোধনী দিনেই বৃষ্টি ভাসিয়ে দিয়েছে দুই ম্যাচের প্রথম দিনের খেলা। রাজশাহী স্টেডিয়ামে দ্বিতীয় স্তরে বরিশাল-বিভাগ রাজশাহী বিভাগের ম্যাচে এক বলও মাঠে গড়ায়নি।

একই পরিণতি ঘটেছে প্রথম স্তরে খুলনায় রংপুর বিভাগ ও খুলনা বিভাগের ম্যাচে। অন্য দুই ম্যাচেও ভুগিয়েছে বিরূপ প্রকৃতি। কাল প্রথমদিন ৩ এবং পরেরজন ৪ উইকেট নিয়েছেন। এই যুগলের তোপে ১৪২ রানে ৭ উইকেট হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে ঢাকা বিভাগ।

প্রথম স্তরের ম্যাচে ঢাকা বিভাগের শুরুটা অবশ্য মন্দ হয়নি। ২৯ রানে প্রথম উইকেট হারালেও ধাক্কাটা সামলে উঠেছিল তারা। রনি তালকুদার ও জয়রাজ শেখ মিলে গড়েন ৮০ রানের জুটি। রনি ৬৩ এবং জয়রাজ ৩৫ রানে সাজঘরে ফিরে গেছেন।

দীর্ঘদিন পর ক্রিকেটে ফেরার ইনিংসে ১০৫ বলে ৩০ রানে আউট হয়ে গেছেন চট্টগ্রাম বিভাগের ওপেনার তামিম ইকবাল। দলটির অধিনায়ক মুমিনুল হক ফিরেছেন ১২ বলে ১১ রানে। ৩ উইকেটে ১৪৭ রানে দিনের খেলা শেষ করেছে চট্টগ্রাম বিভাগ।

 
Electronic Paper