ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

২০৫ রানে অলআউট বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
🕐 ১০:৪৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ০৭, ২০১৯

সব যেন দুঃস্বপ্নের মতো কেটে গেলো! ৮ উইকেটে ১৯৪ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। সেখান থেকে নতুন দিনে কতদূর যান টাইগাররা, সেটাই ছিল দেখার বিষয়। তবে খুব বেশিদূর যেতে পারলেন না তারা। দিনের শুরুতেই গুঁড়িয়ে গেলেন সাকিব বাহিনী। ২০৫ রানে অলআউট হয়েছেন তারা। ফলে প্রথম ইনিংসে আফগানিস্তানের চেয়ে ১৩৭ রানে পিছিয়ে রইল স্বাগতিকরা।

প্রথম ইনিংসে আফগানরা থামে ৩৪২ রানে। জবাবে ৮ উইকেটে ১৯৪ রান করে গতকাল দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। ২ উইকেট হাতে রেখে স্বাগতিকরা ১৪৮ রানে পিছিয়ে ছিল।

ব্যাটিং বিপর্যয়ের মাঝে শেষ দিকে হাল ধরেন মোসদ্দেক হোসেন। ছিলেন ৪৪ রানে অপরাজিত। তাইজুল ছিলেন ১৪ রানে অপরাজিত। আজ তৃতীয় দিনের সকালে প্রথম ওভারেই বোল্ড হয়ে ফিরেন তাইজুল, নবির বলে। তার একটু পরেই রশিদের বলে বোল্ড হন নাঈম হাসান, ৭ রানে। বাংলাদেশের প্রথম ইনিংস থামে মাত্র ২০৫।

আফগানদের পক্ষে রশিদ খান ৫৫ রানে ৫ উইকেট নেন।

স্কোর:

আফগানিস্তান ১ম ইনিংস: ৩৪২

বাংলাদেশ ১ম ইনিংস: ৭০.৫ ওভারে ২০৫ (সাদমান ০, সৌম্য ১৭, লিটন ৩৩, মুমিনুল ২৭*, সাকিব ১১, মুশফিক ০, মাহমুদউল্লাহ ৭, মোসাদ্দেক ৪৮*, মিরাজ ১১, তাইজুল ১৪; ইয়ামিন ১০-২-২১-১, নবি ২৪-৬-৫৬-২, জহির ৯-১-৪৬-০, রশিদ ১৯.৫-৩-৫৫-৫, কাইস ৮-২-২২-১)।

 
Electronic Paper