ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ছিটকে গেলেন আন্দ্রে রাসেল

ক্রীড়া ডেস্ক
🕐 ১০:১০ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০১৯

বিশ্বকাপের চলতি আসরে দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন, আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ আর ভারতের ওপেনার শিখর ধাওয়ান ইনজুরির কারণে ছিটকে গেছেন। এবার ইনজুরির কারণে ছিটকে গেলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

৩১ বছর বয়সী রাসেলের ছিটকে পড়ার খবর নিশ্চিত করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। রাসেলের জায়গায় দলে ঢুকছেন রিজার্ভ বেঞ্চে থাকা সুনীল অ্যামব্রিস। ২৬ বছর বয়সী অ্যামব্রিসকে ভারতের বিপক্ষে ম্যাচে দেখা যেতে পারে। ৬ ওয়ানডেতে ১০৫.৩৩ গড়ে ৩১৬ রান করেছেন। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে করেছিলেন সেঞ্চুরি।

বাম হাঁটুর চোটে বিশ্বকাপের শুরু থেকেই অস্বস্তিতে ছিলেন রাসেল। ঝুঁকি নিয়ে খেলেছিলেন ম্যাচ। চার ম্যাচে নিয়েছেন পাঁচ উইকেট। আগামী ২৭ জুন ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে মাঠে নামবে উইন্ডিজ-ভারত। এ মুহূর্তে উইন্ডিজরা পয়েন্ট টেবিলের আট নম্বরে অবস্থান করছে।

 
Electronic Paper