ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

4G সাপোর্টের সাথে লঞ্চ হল Nokia 8000 4G এবং Nokia 6300 4G

খোলা কাগজ ডেস্ক
🕐 ১:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২০

নোকিয়া ফোন নির্মাতা HMD Global এবার 4G কানেক্টিভিটি এবং নানা মডার্ন ফিচারের সাথে ফিরিয়ে আনলো তাদের জনপ্রিয় ক্লাসিক ফোন Nokia 6300৷ এরই সাথে কোম্পানিটি Nokia 8000 4G নামেও আরেকটি ফিচার ফোন লঞ্চ করেছে৷ Nokia 8000 4G এবং Nokia 6300 4G ফোন দুটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ২১০ প্রসেসর, KaiOS সফটওয়্যার, এবং গুগল অ্যাসিট্যান্ট সাপোর্ট৷ আসুন নোকিয়া ৬৩০০ 4G ও নোকিয়া ৮০০০ 4G এর দাম ও স্পেসিফিকেশন জেনে নিই।

Nokia 8000 4G এবং Nokia 6300 4G-এর দাম ও লভ্যতা

Nokia 8000 4G ফোনের দাম রাখা হয়েছে ৭৯ ইউরো (প্রায় ৬,৯০০ টাকা)৷ এই ফোন টোপাজ ব্লু (Topaz Blue), ওপাল হোয়াইট (Opal White), সিন্ট্রিন গোল্ড (Cintrine), এবং অনিক্স ব্ল্যাক (Onyx Black) কালার অপশানে কেনা যাবে৷

অপরদিকে Nokia 6300 4G ফোনের দাম রাখা হয়েছে ৪৯ ইউরো (প্রায় ৪,৩০০ টাকা)৷ ফোনটি লাইট চারকোল (Light Charcoal) ,সায়ান গ্রিন (Cyan Green) এবং পাওডার হোয়াইট (Powder White) রঙের বিকল্পে উপলব্ধ হবে৷

এইচএমডি গ্লোবাল জানিয়েছে, Nokia 8000 4G এবং Nokia 6300 4G ফোন দুটি নির্বাচিত কয়েকটি বাজারেই উপলব্ধ হবে৷ যদিও ঠিক কবে থেকে ফোন দুটি পাওয়া যাবে তা এখনও জানানো হয়নি। আশা করা যায় এদেরকে ভারতেও লঞ্চ করা হবে৷

Nokia 8000 4G এর স্পেসিফিকেশন ও ফিচার

প্রথমেই এই ফোনের ডিজাইন প্রসঙ্গে আসা যাক৷ এই ফোনের পিছনে রয়েছে গ্লস ফিনিশ৷ যা একে প্রিমিয়াম লুক প্রদান করেছে৷ সাথে এতে ব্যবহার করা হয়েছে ২.৮ ইঞ্চি QVGA (কোয়ার্টার ভিডিও গ্রাফিক্স অ্যারে) ডিসপ্লে৷ এছাড়া ফোনটিতে পাওয়া যাবে ৫১২ এমবি র‌্যাম এবং ৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, স্ন্যাপড্রাগন ২১০ প্রসেসর, ১,৫০০ এমএইচ ব্যাটারি ও চার্জিংয়ের জন্য মাইক্রো ইউএসবি পোর্ট, ৩.৫ এমএম অডিও জ্যাক, এলইডি ফ্লাশের সঙ্গে ২ মেগাপিক্সেল ক্যামেরা এবং ওয়াই-ফাই হটস্পট সাপোর্ট৷ আবার এই ফোনে KaiOS অপারেটিং সিস্টেম থাকায় এতে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, জিমেল, ইউটিউবের মতো অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করা যাবে৷

Nokia 6300 4G এবং স্পেসিফিকেশন ও ফিচার

পলিকার্বনেট বডির এই ফোনে দেওয়া হয়েছে ২.৪ ইঞ্চির ডিসপ্লে৷ ফোনে থাকা ভিজিএ ক্যামেরার মাধ্যমে বেসিক কোয়ালিটির ফটো তোলা যাবে৷ Nokia 8000 4G-এর মতো এই ফোনেও রয়েছে ৫১২ এমবি র‌্যাম এবং ৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, স্ন্যাপড্রাগন ২১০ প্রসেসর, ১,৫০০ এমএইচ ব্যাটারি ও চার্জিংয়ের জন্য মাইক্রো ইউএসবি পোর্ট, এলইডি ফ্লাশ, এবং ৩.৫ এমএম অডিও জ্যাক৷ ফোনটি ওয়াই-ফাই হটস্পট সাপোর্টর সাথে আসায় ইউজাররা ফোনের 4G কানেকশন অন্য ডিভাইসের সাথে শেয়ার করতে পারবেন৷ এছাড়া ফোনে KaiOS সফটওয়্যার থাকার দরুন হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং KaiStore-এ উপলব্ধ অ্যাপ্লিকেশানও ফোনে ইনস্টল করতে পারবেন৷

 
Electronic Paper