ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ফুটবল মিস করছেন নেইমার

ক্রীড়া ডেস্ক
🕐 ৬:৪০ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২০

জার্মান বুন্দেসলিগা শুরুর সম্ভাব্য একটা সূচি পাওয়া গেছে। আগামী মাসের ৯ তারিখে ম্যাচ শুরু করতে চায় তারা। দেশটির শীর্ষ পর্যায়ের দুই লিগের ৩২টি ক্লাব রাজীও হয়েছে। লা লিগা শুরুর কথা-বার্তা চলছে। ইতালির সিরি আ' প্রত্যাশা করা হচ্ছে জুনেই শুরু করা যাবে।

কিন্তু সবকিছু এখনও নিশ্চিত করে বলা যায় না। ফুটবলহীন এই সময়টা তাই গায়ে কাঁটার মতো ফুটছে নেইমারের। কবে আবার খেলতে পারবেন, সতীর্থদের সঙ্গে দেখা হবে এই নিয়েই উদ্বিগ্ন তিনি।

ফুটবল মাঠে গড়ালেই যাতে শতভাগ উজাড় করে দিতে পারেন নেইমারকে সেজন্য অনুশীলন করে যাচ্ছেন। কাজ করে যাচ্ছেন ফিটনেস নিয়ে। ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড বর্তমানে ব্রাজিলে আছেন। নিজ বাড়িতে দীর্ঘদিনের ব্যক্তিগত কোচ রিকার্দো রোসার অধীনে নিয়ম করে অনুশীলন করছেন তিনি। তবে খেলতে না পারাই পোড়াচ্ছে তাকে।

নেইমার বলেন, কবে আবার খেলতে পারবো তা জানতে না পারা উদ্বেগের ব্যাপার। খেলা, ক্লাবের আবহ, পিএসজির সতীর্থদের মিস করছি।আমি নিশ্চিত, সমর্থকরা চান দ্রুত আমরা মাঠে ফিরি। যত দ্রুত ফেরা যায় ততই ভালো। আশা করি, দ্রুতই খেলা শুরু হওয়ার সিদ্ধান্ত পাওয়া হবে।

 
Electronic Paper