ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ট্যাটুতে বিপাকে তরুণী

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:১৮ পূর্বাহ্ণ, নভেম্বর ০৫, ২০১৯

চোখে ট্যাটু আঁকিয়ে টানা তিন সপ্তাহ অন্ধ হতে হয়েছিল অ্যাম্বার লুক নামের ২৪ বছর বয়সী এই তরুণীকে। টানা তিন সপ্তাহ তিনি কিছুই দেখতে পাননি। বিবিসি বলছে, চেহারায় বড় ধরনের পরিবর্তন আনতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের নিউ সাউথ ওয়েলসের এই তরুণী। দীর্ঘ ৪০ মিনিট ধরে নীল কালি দিয়ে নিজের শরীরে উল্কি আঁকার পর পরই ঘটে বিপত্তি। আর এ জন্য তাকে গুণতে হয়েছে প্রায় ২৬ হাজার ডলার।

অ্যাম্বার লুক অন্ধ হয়ে যাওয়ার বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘আমি ২৬ হাজার ডলার খরচ করে পুরো শরীরের চেহারা পাল্টাতে চেয়েছিলাম। পুরো শরীরে নীল ট্যাটু আঁকার জন্য আমাকে ২০০ ট্যাটু ব্যবহার করতে হয়েছিল। শুধু ঠোঁট আর কানের অংশ বাদে পুরো জায়গায় ট্যাটু করানো হয়েছে। কিন্তু সারা শরীরে ট্যাটু আঁকাতে সমস্যা না হলেও বিপত্তি বাঁধে চোখে।’

মূলত ‘ব্লু আইড হোয়াইট ড্রাগন’ নামে পরিচিত হতেই পুরো শরীরে নীল কালি দিয়ে উল্কি আঁকার কথা বলেন আম্বার। তবে, চোখ নিয়ে বিপত্তি বাঁধলেও অল্পের জন্য অন্ধত্ব থেকে বেঁচে গেছেন অ্যাম্বার।

 
Electronic Paper