ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সাপের কামড়ে কেটে ফেললেন আঙ্গুল!

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:০৭ পূর্বাহ্ণ, নভেম্বর ০৩, ২০১৯

ঝাং নামে ৬০ বছর বয়সী এক চীনা নাগরিক পাহাড়ের জঙ্গলে কাজে গেলে তার হাতে কামড়ে দেয় ‘দিনাগকিস্ট্রোজন অ্যাকুটাস’ নামের বিষাক্ত সাপ। সেই বিষধর সাপের কামড় খেয়ে ভয়ে প্রাণ বাঁচাতে ছুরি দিয়ে নিজের তর্জনী কেটে ফেলেন ঝাং। তার পর সেখানে লাগিয়ে নেন দড়ি। এরপর ঝাংকে নিয়ে যাওয়া হয় হাংঝাউ হসপিটাল অফ ট্রাডিশনাল চাইনিজ মেডিসিনে।

হাসপাতালের চিকিৎসক ইউয়ান চেংদা জানান, ‘ঝাং হাসপাতালে এসে বলেন, জীবন বাঁচাতে আমি আঙ্গুল কেটে ফেলেছি।’

চিকিৎসকরা জানান, ওই ব্যক্তি ভেবেছিলেন সাপ কামড়ানোর পর পরই মরে যাবেন তিনি। এই ভুলের বশবর্তী হয়ে তিনি আঙ্গুল কেটেছিলেন। সেই আঙ্গুল কাটা অপ্রয়োজনীয় ছিল বলেও জানিয়েছেন চিকিৎসক।

দিনাগকিস্ট্রোজন অ্যাকুটাস প্রজাতির সাপ চীনের দক্ষিণ-পূর্ব, ভিয়েতনামের উত্তরাংশ ও তাইওয়ানে দেখা মেলে। আনন্দবাজার।

 
Electronic Paper