ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গ্লোবাল পিস অ্যাওয়ার্ড পেলেন তানভীর

ঢাকা কলেজ প্রতিনিধি
🕐 ২:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০৮, ২০১৯

মালদ্বীপে সদ্য অনুষ্ঠিত গ্লোবাল ইয়ুথ পিস অ্যাম্বাসেডর সম্মেলনে পিস অ্যাওয়ার্ড পেয়েছেন তানভীর আহমেদ। তার গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলায়। তিনি ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শেষবর্ষের শিক্ষার্থী। মালদ্বীপের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে গত ২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানী মালেতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে তানভীর আহমেদ বাংলাদেশি যুব সংগঠক হিসেবে অংশগ্রহণ করেন। এছাড়াও ঐশর্য্য রায় পূজা, শাহীন আক্তারসহ আরও চার তরুণ সম্মেলনে যোগ দেন। তানভীর ঢাকা কলেজের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন।

তানভীর খোলা কাগজকে বলেন, বিদেশের মাটিতে দেশের হয়ে কোনো কিছু অর্জন করা লাল সবুজের পতাকার জন্য গৌরবের। অ্যাওয়ার্ডের জন্য নাম ঘোষণার সময় বাংলাদেশ থেকে ভানভীর আহমেদ বলার পরের অনুভূতি প্রকাশ করার মতো নয়। আমার এ সামান্য অর্জন মুক্তিযুদ্ধে শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় উৎসর্গ করলাম। এ অর্জন নতুন করে ভালো কাজে অনুপ্রাণিত করবে।

 
Electronic Paper