ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রামপালে ক্রেন ছিঁড়ে ফের দুই শ্রমিক নিহত

বাগেরহাট প্রতিনিধি
🕐 ১:৪৮ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৯

বাগেরহাটের রামপাল উপজেলায় নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রে ক্রেন ছিঁড়ে কর্মরত ফের দুই শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মাত্যু হয়।

নিহতরা হলেন- নাসির হোসেন (২৭) ও আসাদুর রহমান (৩২)। নাসির চাপাইনবাবগঞ্জ সদরের কালিনগর গ্রামের অনসার আলীর ছেলে এবং আসাদুর রহমান রামপাল উপজেলার ফজলুর রহমানের ছেলে।

রামপাল থানা পুলিশের ওসি মো. লুৎফর রহমান জানান, রামপালে ১৩২০ মেগাওয়াট নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের ক্রেন ছিঁড়ে ওই দুই শ্রমিক গুরুতর আহত হন। পরে শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ভর্তি করা হলে রাতেই তারা চিকিৎসাধীন আবস্থায় মারা যান।

এর আগে ৩ মার্চ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে কন্টেইনারের নিচে চাপা পড়ে এমডি নায়েব আলী (৪৫) ও মো. ফিরোজ (৪৯) নামের দুই শ্রমিক নিহত হয়েছিলেন।

 
Electronic Paper