ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শিক্ষক নিবন্ধন ভুয়া

খুলনায় কলেজ শিক্ষক কারাগারে

খুলনা ব্যুরো
🕐 ৭:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ০১, ২০২৩

খুলনায় কলেজ শিক্ষক কারাগারে

ভুয়া নিববন্ধন দিয়ে চাকরি ও সরকারি সম্পত্তির ক্ষতিসাধনের অভিযোগে বড়দল আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজের প্রভাষক শিবপদ সাহাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

বুধবার (১ ফেব্রুয়ারি) খুলনা মহানগর দায়রা জজ বিশেষ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন না-মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন। দুদকের পিপি খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আদালতের মামলা নং- ৬/২২।

জানা যায়, সাতক্ষীরা আশাশুনি বড়দল আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলীর সাথে যোগসাজসে শিবপদ সাহা ওই প্রতিষ্ঠানে ২০০২ সাল থেকে ভুয়া নিবন্ধন দিয়ে প্রভাষক হিসেবে চাকরি করছেন।

জানা যায়, ২০২২ সালে সাতক্ষীরার তালা কুমিরা মহিলা ডিগ্রি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক অনিত ব্যানার্জী আদালতে শিবপদ সাহার বিরুদ্ধে জাল নিববন্ধন তৈরি ও উৎকোচের বিনিময়ে চাকরি গ্রহনের অভিযোগ করেন। পরবর্তীতে দুদক ঘটনার তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের সহকারি পরিচালক শাওন মিয়া বাদী হয়ে মামলা করেন।

আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, শিক্ষক নিবন্ধন না থাকায় জাল নিবন্ধন দিয়ে শিবপদ সাহা ২০০২ সালে অনার্স পাসের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে মাস্টার্স পাশ করার পর ২০০৫ সালে একই প্রতিষ্ঠানে তাকে পুনরায় নিয়োগ দেখানো হয়।

 
Electronic Paper