ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সংকটে ব্যাহত প্রাথমিক শিক্ষা

পীরগঞ্জে নিয়োগ পাচ্ছেন ১০৭ শিক্ষক

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
🕐 ৯:৫৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০

রংপুরের পীরগঞ্জ উপজেলায় আড়াইশ প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শতাধিক সহকারী শিক্ষক নেই। এতে পাঠদানে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তবে এবার এ সংকট কাটছে। গত বৃহস্পতিবার রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ১০৭ জন সহকারী শিক্ষকের কাগজপত্র যাচাই-বাছাই শুরু হয়েছে। এবার জেলার আটটি উপজেলার ২৬০টি শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পীরগঞ্জে ২৩৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। নয়টি ক্লাস্টারের মাধ্যমে বিদ্যালয়গুলো শিক্ষার্থীদের পাঠদান করছে। বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষক সংকটের কারণে পাঠদানে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এমনকি কোনো কোনো বিদ্যালয়ে মাত্র দুজন শিক্ষক ছিলেন।

এ সমস্যা সমাধানে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের দেওয়া তথ্যের ভিত্তিতে শূন্যপদে ১০৭ জন সহকারী শিক্ষককে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। সূত্রটি আরও জানায়, গত বৃহস্পতিবার থেকে রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রথম পর্যায়ে পীরগঞ্জ উপজেলার সহকারী শিক্ষকদের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এরপর ২৫ জানুয়ারি নিয়োগপত্র ইস্যু করা হবে। আগামী ১৬ ফেব্রুয়ারি ওই শিক্ষকদের রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করে তিন দিনের জন্য (১৭, ১৮ এবং ১৯ ফেব্রুয়ারি) ওরিয়েন্টেশন ক্লাস হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিক উজ্জামান বলেন, পীরগঞ্জে শিক্ষক সংকটের কারণে পাঠদানে সমস্যা হচ্ছিল। এখন তা নিরসনের পথে। শিক্ষক নিয়োগ ও পদায়ন কমিটির সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এএম শাহজাহান সিদ্দিক বলেন, বিধি অনুযায়ী বিভিন্ন কোটায় উপযুক্ত শিক্ষক নিয়োগে বিদ্যালয়ে পদায়নের কাজ শুরু হয়েছে। ভবিষ্যতের জটিলতা এড়াতে নিয়োগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় নির্ভুলভাবে কাজ করছে। আগামী ১৯ ফেব্রুয়ারি নতুন শিক্ষকদের বিদ্যালয়ে পদায়নের নির্দেশপত্র দেওয়া হবে।

উল্লেখ্য, রংপুর জেলার আট উপজেলায় এবার ২৬০ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে পীরগঞ্জে ১০৭ জন, মিঠাপকুর ও পীরগাছায় ৪২ জন করে, কাউনিয়ায় ১০ জন, গঙ্গাচড়ায় ৩৭ জন তারাগঞ্জে ছয়জন, বদরগঞ্জে ১২ জন এবং রংপুর সদরে চারজন রয়েছেন।

 
Electronic Paper