বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫,
২০ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: খালেদা জিয়াকে বিদেশে নিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার      কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির দুই সেনা কর্মকর্তা      অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন বৈধ : আপিল বিভাগ      রাজনীতিতে ফেরা কঠিন আ.লীগের      জোটের রাজনীতিতে পিছিয়ে বিএনপি      ব্যবসায়ীদের দাপটে দর্শক সরকার       আন্দোলনরত শিক্ষকরা কাজে না ফিরলে আইনি ব্যবস্থা      
দেশজুড়ে
কালাইয়ে পুকুরে বিষ ঢেলে মাছ নিধন
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ১০:০০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলার চক নয়াপাড়া গ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে মাছ চাষীর পুকুরে বিষ ঢেলে প্রায় পাঁচ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ ওঠেছে প্রতিবেশী দুই ভাইয়ের বিরুদ্ধে। 

রোববার (৯ মার্চ) দিবাগত ভোররাতে ভূক্তভোগী আজিজুল হক লেফুর পুকুরে প্রতিবেশী ছানাউল হক ও তাজমুল মিলে ওই পুকুরে বিষ ঢেলে দিয়ে মাছগুলো নিধন করেছেন বলে অভিযোগ ভূক্তভোগী। এ বিষয়ে তিনি সোমবার বিকেলে কালাই থানায় লিখিত অভিযোগ করেছেন।  

অভিযোগ ও প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায়, ৫০ শতাংশ জলকরের একটি আজিজুল হক লেফু রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাসসহ বিভিন্ন ধরনের মাছের পোনা ছাড়েন। এছাড়া পোনা মাছগুলো পালনের জন্য আরো ২০ হাজার টাকার খাদ্য ও ঔষুধ প্রয়োগ করেন। এতে সব মিলিয়ে প্রায় ২ লাখ টাকার মত ব্যয় হয়েছে পুকুরটিতে। বর্তমানে মাছগুলোর ওজন ৫০০ গ্রাম থেকে দেড় কেজি পর্যন্ত। এরইমধ্যে পুকুর পাড় হয়ে চলাচলের একটি রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল প্রতিবেশী মৃত মোফাজ্জল হোসেনের দুই ছেলে ছানাউল হক ও তাজমুলের সাথে। ওই রাস্তা নিয়ে দুই ভাইয়ের বিরুদ্ধে গত ১২ ফেব্রুয়ারী কালাই থানায় অভিযোগ করেন ভূক্তভোগী আজিজুল হক। এরপর থেকে তারা দুই ভাই ক্ষিপ্ত হয়ে ওঠেন। রোববার দিবাগত ভোররাতে তারা দুই ভাই মিলে ভূক্তভোগীর পুকুরে বিষ মিশিয়ে প্রায় পাঁচ লাখ টাকার মাছ মেরে ফেলেছেন।

ভূক্তভোগীর ছেলে সোহেল বলেন, ভোররাতে সেহরি খাওয়ার পর আমি পুকুর পাড়ে গিয়ে দেখি ছানাউল ও তাজমুল পুকুরের পানিতে বিষ ফেলে পাড়ে দাড়িয়ে আছে। তারা আমাকে দেখে দ্রুত সেখান থেকে চলে যায়। এরপর পুকুরের মাছগুলো খুব লাফালাফি শুরু করে। সকাল হতে সব মাছগুলো মরে যায়।  

পুকুরের মালিক আজিজুল হক বলেন,‘বিরোধ রাস্তা নিয়ে, তাহলে পুকুরে বিষ দেওয়ার কারন কি? বিনা অপরাধে কেন ওরা আমার পুকুরে বিষ দিয়ে মাছগুলো মেরে ফেরলো।’ আমি এর বিচার চাই।    

প্রতিবেশী মিজানুর রহমান বলেন, চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। পুকুরের মালিকের অভিযোগের ভিত্তিতে দুই ভাইকে নিয়ে থানায় শালিসও হয়েছে। তারপর থেকে তাদের মধ্যে বিরোধ প্রকাশ্য রুপ নিয়েছে। তারা যে পুকুরে বিষ দিয়ে মাছগুলো মেরে ফেলেছে তা বলতে আর সন্দেহ নেই। দুই ভাইয়ে কঠোর শাস্তির দাবি করেন তিনি।

অভিযুক্ত তাজমুল বলেন, রাস্তা নিয়ে বিরোধ আছে এটা সত্য, তবে বিষ দিয়ে মাছ মেরে ফেলার যে অভিযোগ করা হচ্ছে তা মিথ্যা। আমাদের দুই ভাইকে ফাঁসানোর জন্য এমন অভিযোগ করা হচ্ছে।  

কালাই উপজেলা মৎস কর্মকর্তা তৌহিদা মহতামিম বলেন,মাছ মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বলেন বিষ প্রয়োগ করেই মাছ নিধন করা হয়েছে।

এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, লোকমুখে মাছ নিধনের কথা শুনেছি। তবে কেউ লিখিতভাবে অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনহত ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নতুন দুই ছানা পেল ছানা হারানো মা কুকুর
খালেদা জিয়াকে বিদেশে নিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার
নারায়ণগঞ্জে ডাকাতচক্রের দুই হোতা গ্রেফতার
তাড়াশে পরকীয়ার জেরে প্রেমিককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
দুপুরে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানাবেন ডা. জাহিদ

সর্বাধিক পঠিত

চিরিরবন্দরে বাস–ভ্যান সংঘর্ষে নিহত ২
দশমিনায় মৎস্য মেরিন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
মহম্মদপুরে মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
চুয়াডাঙ্গায় অবৈধভাবে জৈব সার মোড়কীকরণে জরিমানা
ট্রকের ধাক্কায় প্রাণ গেলো ১০ বছরের শিশুর

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close