কুড়িগ্রামের ফুলবাড়িতে উপজেলা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ১১ টায় ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক জনাব মোস্তাফিজুর রহমান মোস্তফা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ন আহবায়ক বিশিষ্ট সাংবাদিক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজির হোসেন, সহসভাপতি লোকমান হোসেন সরকার, সাধারণ সম্পাদক মান্নান মুকুল, সাবেক ছাত্রদল ও যুবদল সভাপতি শামসুজ্জামান হাসু এবং ফুলবাড়ী উপজেলা চর উন্নয়ন কমিটির আহবায়ক ড. শাহাদত হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সকল ভেদাভেদ ও গ্রুপিং বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে সততা ও নিষ্ঠার সহিত দলের জন্য কাজ করার আহ্বান জানান।
কেকে/ এমএস