শুক্রবার, ২২ আগস্ট ২০২৫,
৭ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
শিরোনাম: ড. ইউনূসের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ      ইসরাইলি হামলায় গাজায় ২৪ ঘণ্টায় আরো ৭০ ফিলিস্তিনি নিহত      ফের পিএস বিতর্কে আসিফ      ভাগ পেতেন ডিসি-এসপিরাও      রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই      ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল      সাগর-রুনির পরিবারকে বুঝিয়ে দেয়া হলো রাজউকের প্লট      
দেশজুড়ে
পরিবারের দাবি অর্থ নয়, উন্নত চিকিৎসা চাই
আন্দোলনে দৃষ্টিশক্তি হারানো আজিজুলের খবর নেয়নি কেউ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ১২:০০ পিএম আপডেট: ০৫.০৩.২০২৫ ১:৩৪ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

চোখের ভেতর ৭ টি ও মাথার চামড়ার ভেতর দিয়ে মগজের কাছাকাছি আরো ৪১টি  পুলিশের গুলির স্প্রিন্টার নিয়ে এখন অন্ধ চোখে জীবমৃত হয়ে পরগাছার মতো বেঁচে আছে আজিজুল। দৃষ্টিশক্তি হারানো আজিজুলের খোঁজ আর কেউ নেয়নি। অনেকটা বিনা চিকিৎসায় বাড়িতেই এখন দিন কাটছে আজিজুলের। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নরসিংদীর মাধবদী এলাকায় গত বছরের ১৮ জুলাই আরও অনেকের মতো রাজপথে প্রতিবাদে নেমেছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের তেজখালী ইউনিয়নের বাহেরচর গ্রামের আজিজুল হক। হঠাৎ দুই চোখে পুলিশের ছোড়া ছররা গুলির স্প্রিন্টার  এসে লাগে। সেই যে মাধবদী এলাকার পৌলানপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আজিজুল দৃষ্টিশক্তি হারায়, তা আর ফেরত আসেনি। ওই ঘটনার পর দেশে বহু ঘটনা ঘটে গেছে, আওয়ামী লীগ সরকারের পতনসহ হয়েছে রাজনৈতিক পট পরিবর্তন। দৃষ্টিশক্তি হারানো আজিজুলের খোঁজ আর কেউ নেয়নি। অনেকটা বিনা চিকিৎসায় বাড়িতেই এখন দিন কাটছে আজিজুলের। 

জানা গেছে, মাদ্রাসায় পড়ার পাশাপাশি মাধবদীতে একটি টেক্সটাইল কারখানায় চাকরি করত আজিজুল। তার আয়েই চলত সংসার, বাবার চিকিৎসা ও ছোট বোনের লেখাপড়া। ফলে আজিজুলের অসুস্থতার কারণে পরিবারেও নেমে এসেছে চরম অন্ধকার। সরকারের কাছে পরিবারের আবেদন, বিদেশে নিয়ে আজিজুলের চিকিৎসা করানো হোক। অন্তত একটি চোখও যদি ভালো হয়, তাহলে আজিজুল আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারব। ধরতে পারবে সংসারের হাল। 

কথা হয় দৃষ্টিশক্তি হারানো আজিজুলের সঙ্গে। সে বলে, স্বৈরাচার সরকার হটিয়ে বিপ্লবী সরকার এনেছি আমরা। তেমন কেউ আমাদের খোঁজ নিচ্ছে না। ইউএনও জুলাই আন্দোলনে আহতের তালিকায় আমাকে অন্তর্ভুক্তও করেছেন। কিন্তু এখন পর্যন্ত  জুলাই বিপ্লব ফাউন্ডেশন থেকে ১ লক্ষ টাকা,ইউএনও এর পক্ষ থেকে ৫ হাজার টাকা 

সহায়তা পেয়েছেন। কিন্তু এখন পর্যন্ত আমি সরকারি চিকিৎসা সেবার কিছুই পেলাম না।ঢাকার ইস্পাহানি চক্ষু হাসপাতাল সহ কয়েকটি হাসপাতালে দৌড়াদৌড়ি করে খরচ হয়েছে ৪ লক্ষ টাকা।
আমি টাকা চাই না,আমাকে উন্নত চিকিৎসা সেবা দিয়ে দৃষ্টি শক্তি ফিরিয়ে দেয়া হোক।আমি পৃথিবীর আলো দেখতে চাই। আমি বেঁচেও যেন পড়ে আছি পরিবারের বোঝা হয়ে।

পরিবার জানায়, গত ১৮ জুলাই আন্দোলনে অংশ নিয়ে দুই চোখে ও মুখের বিভিন্ন অংশে গুলিবিদ্ধ হয় আজিজুল। আহত অবস্থায় প্রথমে তাকে নরসিংদী সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে স্থানান্তর করা হয় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে। কিন্তু আজিজুলের দৃষ্টিশক্তি ফিরে আসেনি। এ পর্যন্ত তার চিকিৎসার জন্য যা খরচ করা হয়েছে, সেটা আত্মীয়স্বজন ও বন্ধুরা জুগিয়েছেন।

আজিজুলের বাবা কামাল মিয়া বলেন, আমার এই ছেলে পরিবারের একমাত্র অবলম্বন ছিল। কিন্তু বর্তমানে সে ঘরে অন্ধ হয়ে বসে আছে। কোনো লোক আসে না তাকে দেখতে। 

এ বিষয়ে বাঞ্ছারামপুরের  ইউএনও ফেরদৌস আরা জানান, জুলাই অভ্যুত্থানে আহতের তালিকায় আজিজুলের নাম অন্তর্ভুক্ত রয়েছে। তাকে আর্থিক সহায়তা করা হয়েছে। আজিজুলের উন্নত চিকিৎসার বিষয়ে আমি আমার উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো।তার চিকিৎসায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংহে গ্রেফতার
ড. ইউনূসের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
সাদুল্লাপুরে কাঁচামরিচসহ সবজির অগ্নিমূল্য, ক্রেতাদের হাঁসফাঁস
এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে ৩ জন নিহত
এবার ৯টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে

সর্বাধিক পঠিত

মদনে স্ত্রীর নির্যাতন মামলায় সাবেক কমিশনার গ্রেফতার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা
প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়ানো আ.লীগ নেতা অবশেষে গ্রেফতার
নীলফামারীতে বালিকাদের ফুটবল খেলা অনুষ্ঠিত
রাবির বার্ষিক চারুকলা প্রদর্শনী শুরু ২৩ আগস্ট

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close