সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছি, ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছি       এবার ‘শাপলা’ প্রতীক চাইল বাংলাদেশ কংগ্রেস      ইসরায়েলে ট্রাম্পের ভাষণে বাধা, ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি      কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক স্বীকৃতি      শিক্ষা ভবনের সামনে ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ      হামাস-ইসরায়েল বন্দি বিনিময় শুরু, প্রথম দফায় ৭ জিম্মি হস্তান্তর      ভারী বর্ষণ-বন্যায় মেক্সিকোতে নিহত ৪৪, নিখোঁজ ২৭      
দেশজুড়ে
মোরেলগঞ্জে ঘের বিরোধের জেরে মারধর, নিহত ১
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ মার্চ, ২০২৫, ৪:৪৬ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে ঘের বিরোধ সংক্রান্ত সালিশ বৈঠক শেষে বাড়ি ফেরার পথে মারধরের ঘটনায় মহিউদ্দিন মহারাজ (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বড় ভাই শওকত আলী জোমাদ্দার (৫৫)।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে জিউধরা ইউনিয়নের লক্ষীখালী পুলিশ ফাঁড়ির সামনে এই ঘটনা ঘটে। মারধর ও হত্যার মূল অভিযুক্ত সাবেক সেনা সার্জেন্ট মো. মিজানুর রহমানকে শনিবার (১ মার্চ) সকাল ৭টার দিকে মোরেলগঞ্জ হাসপাতালের সামনে থেকে আটক করেছে পুলিশ। নিহত মহিউদ্দিন মহারাজ বরইতলা গ্রামের আবুবকর জোমাদ্দারের ছেলে। তার স্ত্রী ও চার সন্তান রয়েছে।

নিহতের স্ত্রী সালমা বেগম ও স্থানীয়রা জানান, ৪ বিঘা জমির একটি ঘেরের অংশবিশেষ দাবি করে সাবেক সেনা সদস্য মিজানুর রহমান থানায় অভিযোগ করেন। তিনি ঘেরের মাছ লুট ও দখলের অভিযোগ তুলে থানায় মামলা করতে চাইলে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লক্ষীখালী পুলিশ ফাঁড়ির কর্মকর্তাকে বিষয়টি নিষ্পত্তির দায়িত্ব দেন।

ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সাইদুর রহমান শুক্রবার দুই পক্ষকে কাগজপত্রসহ সালিশে উপস্থিত থাকার নির্দেশ দেন।

সালিশ চলাকালে ফাঁড়ির ইনচার্জ অনুপস্থিত থাকায় উভয় পক্ষ পুলিশের সামনে ফাঁড়ির সামনে রাস্তায় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে অভিযুক্ত মিজানুর রহমান ও তার সহযোগীরা বিবাদী মহিউদ্দিন মহারাজ, তার ভাই শওকত জোমাদ্দারসহ ৪-৫ জনকে এলোপাথাড়ি মারধর করে।

গুরুতর আহত দুই ভাইকে প্রথমে মোংলা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে মহিউদ্দিন মহারাজের মৃত্যু হয়।

শনিবার সকাল ৮টার দিকে তার মরদেহ মোরেলগঞ্জ থানায় নেওয়া হয়।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মূল অভিযুক্ত মিজানুর রহমানকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জীবননগরে শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল-মোটরসাইকেল নিষিদ্ধে মতবিনিময়
রাজনৈতিক উদ্দেশ্য আমাকে ‘জঙ্গি অর্থদাতা’ বলা হয়েছিল
দশমিনায় ওয়ার্ড সদস্যের বিরুদ্ধে জেলেদের চাল বিক্রির অভিযোগ
আমিরাতে ‘প্রবাসী প্রিমিয়ার ফুটবল লিগ’ শুরু ৭ নভেম্বর
১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছি, ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছি

সর্বাধিক পঠিত

টাঙ্গাইলকে ময়মনসিংহে যুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
জালিয়াতি মামলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শিবচরে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন
রায়পুরে কম্পাউন্ডার-ফার্মেসি মালিকের দ্বন্দ্বে খামারির নয়টি হাঁসের মৃত্যু

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close