দেশের আকাশে দেখা গেছে ১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ। রোববার (২ মার্চ) থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজানের ফরজ রোজা। রোজার শুরু থেকে শেষ পর্যন্ত সময়মতো সাহরি ও ইফতার খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয়। তাই সাহরি ও ইফতারের সঠিক সময় জেনে রাখা জরুরি।
আল্লাহর ফরজ বিধান রোজা পালনের শুরুতে ভোর রাতে সাহরির খাওয়া যেমন কল্যাণের আবার সারাদিন রোজা পালন শেষে সন্ধ্যায় যথাসময়ে ইফতারও সওয়াব ও বরকতের কাজ। সাহরি ও ইফতারের সময় দোয়া কবুলের অন্যতম সময়। মহানবি হযরত মুহাম্মাদ (স.) বলেছেন সাহরি ও ইফতার কল্যাণ ও সওয়াবের কাজ।
জেনে নেয়া যাক প্রথম রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি
রোববার (২ মার্চ) ঢাকা জেলার সাহরির শেষ সময় ভোর ৫টা ৪ মিনিট ও ইফতারের সময় সন্ধ্যা ৬টা ২ মিনিট।