রবিবার, ৩ আগস্ট ২০২৫,
১৯ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

রবিবার, ৩ আগস্ট ২০২৫
শিরোনাম: এনসিপি-ছাত্রদলের সমাবেশ আজ      নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি      এক দফা ঘোষণা      চব্বিশের স্মরণে ২৪ দফা ইশতেহার দেবে এনসিপি      রোববার শাহবাগ এলাকা এড়িয়ে চলার অনুরোধ      ৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র      জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন      
দেশজুড়ে
সবজির বাজারে সিন্ডিকেট, রমজান আসলেই বাড়ে দাম
ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ মার্চ, ২০২৫, ১০:৪৪ এএম আপডেট: ০১.০৩.২০২৫ ১০:৪৯ এএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় তিন দিনের ব্যবধানে সকল কাঁচা পণ্যের দাম বেড়েছে, লেবু আর বেগুনের দাম বেড়েছে দ্বিগুণ। আসন্ন রমজান উপলক্ষে বাজার গুলোতে সিন্ডিকেটে পরিণত হচ্ছে আর এই দিকে চিন্তায় পড়েছে ধর্মপ্রাণ মুসলমানরা।

আজ শনিবার  (১ মার্চ ) সকালে ইটনা সদর ইউনিয়নের বড় কাঁচাবাজার ঘুরে দেখা যায়, আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি ২৫ টাকা, টমেটো ১৫ টাকা, বেগুন ৪০ টাকা, সিম ৪০ টাকা, লেবু হালি ৬৪ টাকা, কাঁচামরিচ ৪০ টাকা, করলা ৭০ টাকা, খিড়া ৪০ টাকা অথচ তিনদিন আগেও আলু বিক্রি হয়েছে ১৫-২০ টাকা, টমেটো ১০ টাকা, বেগুন ১৫-২০ টাকা, সিম ৩০ টাকা, লেবু হালি ৩৬ টাকা, কাঁচামরিচ ৩০-৩৫ টাকা, করলা ৫০ টাকা, খিড়া ৫-১০ টাকা কেজিতে। এছাড়াও খেজুর বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৮০-৬০০ টাকা, আধা কেজি ওজনের তরমুজ বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা পিস।

ক্রেতাদের অভিযোগ, রমজান আসলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায় এতে বিপাকে পড়ে সাধারণ মানুষ। নিত্য পণ্যের দাম বাড়লেও বাড়েনি তাদের আয়-রোজগার। ইফতারিতে লেবু আর বেগুনে ব্যবহার বেশি হয় এইজন্য এই গুলোর দাম দ্বিগুণ বেড়েছে। 

ক্রেতা শাহজাহান জানান, রমজান আসলেই শাক-সবজি, ফলমূলের দাম অতিরিক্ত বেড়ে যায়, এত চড়া দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে কষ্ট হয় সাধারণ মানুষের। বাজার সিন্ডিকেটের কাছে সাধারণ মানুষের কোনো মূল্য নেই। নিয়মিত বাজার মনিটরিং এবং প্রশাসনের কঠোর পদক্ষেপ ছাড়া বাজার সিন্ডিকেট ভাঙ্গা সম্ভব হবে না।

সবজি ব্যবসায়ী ঝন্টু দেবনাথ জানান, সবজির দাম নির্ধারণ করে আড়ৎদাররা। উনারা কম দামে আমাদের কাছে বিক্রি করলে আমরাও কম দামে ক্রেতাদের কাছে বিক্রি করতে পারি। তিনদিন ধরেই সব কিছুর দাম কেজিতে ১০-১৫ টাকা বেড়েছে। সামনে আরো দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

আরেক ব্যবসায়ী আল আমিন বলেন, আমরা নিয়ামতপুর বাজার থেকে সবজি কিনে আনি, দাম কমানো-বাড়ানো সব কিছু নিয়ামতপুর বাজার আড়ৎদাররা করেন। আমরা শুধু কিনে আনার পর কেজিতে সামান্য কিছু বেশি দামে বিক্রি করি। আড়ৎতে যদি সিন্ডিকেট ভেঙ্গে যায় তাহলে সব কিছু নিয়ন্ত্রণে চলে আসবে।

ইটনা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আবু বকর সিদ্দিক জানান, বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণের জন্য নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। কোনো অনিয়ম দেখলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হচ্ছে ব্যবসায়ীদের। আসন্ন রমজানেও বাজারে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

এনসিপি-ছাত্রদলের সমাবেশ আজ
নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি
এক দফা ঘোষণা
ভেড়ামারায় বিদ্যুতায়িত হয়ে মা—ছেলের মৃত্যু
‘জনগণই খুনি হাসিনাকে গণভবন থেকে নামিয়ে এনেছে’

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরের প্রভাবশালী আ.লীগ নেতা পঁচা দেলু গ্রেফতার
উখিয়ায় জামায়াতের পথসভায় জনস্রোত
মৌলভীবাজারে পৃথক দুর্ঘটনায় ২জনের মৃত্যু
‘শিল্পীর দূরদৃষ্টিতে ফেলনা বলতে কিছু নেই’
চাটমোহরে ভাঙা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close