সাটুরিয়ায় ডেভিল হান্টে যুবলীগ নেতা গ্রেফতার
সিরাজুল ইসলাম শিরু, সাটুরিয়া (মানিকগঞ্জ)
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৫০ পিএম

ছবি: সংগৃহীত
মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’ এর অভিযানে আব্দুল খালেক (৫৫) নামে ফুকুরহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে অভিযান চালিয়ে উপজেলার জান্না বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডেভিল উপজেলার জান্না খলিশাপাড়া এলাকার মৃত ওমর আলীর ছেলে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সাটুরিয়া জেলার দড়গ্রাম এলাকায় বিজয় মিছিলের সময় দড়গ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন আওয়ামী লীগ ও সংগঠনের নেতাকর্মীরা। অপর দিকে এ ঘটনাকে কেন্দ্র করে ৭ সেপ্টেম্বর বিএনপির নেতা মো. শাহিন খান বাদী হয়ে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ৩৮জন নেতাকর্মীর নাম উল্লেখ্যসহ অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে সাটুরিয়া থানায় মামলা করেন।
এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম জানান, দড়গ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করে মানিকগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। ওই মামলায় এ পর্যন্ত ৪ জনকে আটক করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
কেকে/এএস