সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ভারী বর্ষণ-বন্যায় মেক্সিকোতে নিহত ৪৪, নিখোঁজ ২৭      ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      
প্রিয় ক্যাম্পাস
কুয়েটে শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল
শাহরিয়ার আলম, জাবি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৪৭ পিএম
কুয়েটে ছাত্রদলের হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল। ছবি: প্রতিনিধি

কুয়েটে ছাত্রদলের হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল। ছবি: প্রতিনিধি

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর বহিরাগত সন্ত্রাসী নিয়ে ছাত্রদলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বটতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা।

এসময় বিশ্ববিদ্যালয়ের ৪৮ ব্যাচের শিক্ষার্থী সুয়াইব হাসানের সঞ্চালনায় শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

এসময় তারা ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘সন্ত্রাস করে দুই দল, লীগ আর ছাত্রদল’, ‘ছাত্রদল হামলা করে, ইন্টেরিম কি করে’, ‘আমার ভাই আহত কেন, ইন্টেরিম জবাব দে’, ‘লীগ গেছে যেই পথে, দল যাবে সেই পথে’, ‘কুয়েটের ভয় নাই, রাজপথ ছাড়িনাই’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভ মিছিল শেষে বটতলায় একটি বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা।

এসময় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাদিয়া রহমান অন্বেষা বলেন, আজকে সে ঘটনাটি কুয়েট ক্যাম্পাসে ঘটেছে, এ ধরণের ঘটনা আজ থেকে ৬ মাস আগে আমরা বিভিন্ন ক্যাম্পাস গুলোতে ঘটতে দেখেছি। একই কায়দায় ছাত্রদল আমাদের সাধারণ শিক্ষার্থী ভাইবোনের উপর যে নারকীয় হামলা চালিয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এর সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। আমরা নতুন বাংলাদেশে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে যাচ্ছি, যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই স্বপ্নকে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, ক্যাম্পাসগুলোতে যারাই ছাত্রলীগের মতো সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে আসবে আমরা তাদেরকে শক্ত হাতে প্রতিহত করবো।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন, আমরা জানি, এই জুলাই অভ্যুত্থানে বিএনপি ছাত্রদলের ভূমিকা আছে। আমরা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, যে মিছিলে আপনারা লীগের বিরুদ্ধে আমাদের সাথে একসাথে লড়াই করেছেন। আপনারা ভুলে যাবেন না ছাত্রসমাজ যদি এক হয়ে যায় তাহলে আপনাদের কি অবস্থা হবে। আমরা তাদেরকে জুলাইয়ের কথা স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, আপনারা জুলাইকে ভুলে যাইয়েন না। চব্বিশে দুই হাজার শিক্ষার্থীর জীবন দিয়েছে, পঙ্গুত্ববরণ করেছে নতুন বাংলাদেশে আবার কেউ এসে শিক্ষার্থীদের ওপর হামলা করবে, তাদের কোপাবে এইগুলা দেখার জন্য না। আমরা পৃথিবীর অন্যতম শক্তিশালী স্বৈরশাসককে ছত্রিশ দিনে বিতাড়িত করেছি, এই ছাত্রদল বিএনপির সন্ত্রাসীদেরকে বিতাড়িত করতে ছত্রিশ মিনিটও সময় নিবেনা ছাত্রসমাজ। আপনারা গণমানুষের রাজনীতি করুন, ছাত্রসমাজের পাশে থাকেন অন্যথায় আমরা আপনাদেরকে চব্বিশের রাজাকার বলে চিহ্নিত করবো।

সমাপনী বক্তব্যে গণুঅঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু বলেন, কুয়েটে যখন আমার ভাইদের রক্তাক্ত ছবি দেখি, তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। একটি ক্ষমতালোভী দল তাদের পেশিশক্তির রাজনীতি করার জন্য শিক্ষার্থীদের সুষ্ঠু পরিবেশ নষ্ট করে আজকে তাদের ক্ষমতা চর্চার প্রথম ধাপ তারা মানুষের নিকট উপস্থাপন করেছে।

তিনি আরো বলেন, আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি আপনাদের এই ঘৃণিত কর্মকাণ্ড চালু রাখেন তাহলে আপনাদেরকেও লীগের মত বিতাড়িত করতে আমরা বিন্দুমাত্র সময় নিবোনা। আজ শিক্ষার্থীরা সন্ত্রাসী হামলায় আহত হলেও একটি মহল নিশ্চুপ, আজ তাদের চেতনায় আঘাত লাগেনি, সেই বিশেষ মহলকে পক্ষপাতিত্বের রাজনীতি থেকে ফিরে আসার আহ্বান করবো। যেখানেই অন্যায় হবে সেখানেই আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, যদি ছাত্রদল কর্তৃক আর একজন ছাত্র বা শিক্ষকের রক্ত ঝরে, আপনাদের পরিণতি লীগের চেয়ে খারাপ হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করবো আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারী সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  কুয়েট শিক্ষার্থী   ছাত্রদলের হামলা   জাবিতে বিক্ষোভ মিছিল  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ভাইরাল গরুচোর সবুজসহ গ্রেফতার ৫
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস আজ
যখন জনগণ জানে না, তখন গণভোট অর্থহীন
২০ জিম্মিকে আজ মুক্তি দেবে হামাস
অবৈধ্য অস্ত্রের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি তৎপরতা চাই

সর্বাধিক পঠিত

নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
মৌলভীবাজারে জামায়াত ও খেলাফত মজলিসের স্মারকলিপি
কালাইয়ে বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ
ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close