অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার যুবলীগ নেতা
সোলায়মান পিন্টু, কলাপাড়া(পটুয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৩০ পিএম

গ্রেফতার যুবলীগ নেতা মামুন হাওলাদার। ছবি: প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় যৌথ বাহিনীর পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে যুবলীগ নেতা ইউপি সদস্য মো. মামুন হাওলাদার (৪৫) আটক করা হয়।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার মহিপুর সদর ইউনিয়নের কাঠপট্টি এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত. আব্দুর রব হাওলাদারের ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, ডেভিল হান্ট অপারেশন পরিচালনা করে তাকে আটক করা হয়। নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা মোতাবেক আমাদের অভিযান অব্যাহত থাকবে।
কেকে/ এমএস