জনপ্রিয় রিয়্যালিটি শো রোডিজ-এর বিচারকের আসনে থাকা অভিনেত্রী নেহা ধুপিয়া সম্প্রতি শুটিং সেটে অসুস্থ হয়ে জ্ঞান হারান। বিভিন্ন শহরে ঘুরে রোডিজের অডিশন চলায় বিশ্রামের অভাবে এই শারীরিক অবস্থা তৈরি হয় বলে জানা গেছে।
রোডিজের প্রোমোতে দেখা গেছে, শুটিং চলাকালীন নেহা অসুস্থ বোধ করছেন এবং এরপর অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান।
ভারতীয় গণমাধ্যমে নেহা ধুপিয়া জানিয়েছেন, সামান্য অসুস্থ হয়ে পড়েছিলাম, তবে ভয় পাওয়ার কিছু নেই। আমি এখন পুরোপুরি সুস্থ। রোডিজ সবসময় নিজের সীমা অতিক্রম করার কথা বলে। এই জার্নি আমাকে সব বাধা পার হতে শিখিয়েছে। আমাকে কিছুতেই থামানো যাবে না।
রোডিজের প্রোডাকশন হাউজের এক প্রতিনিধি বলেন, নেহার দায়িত্ববোধ এবং একাগ্রতাকে আমরা সাধুবাদ জানাই। অতিরিক্ত কাজের চাপের জন্য তিনি অসুস্থ হয়ে পড়লেও দ্রুত শুটিংয়ে ফিরে আসেন।
নেহা ধুপিয়া নিয়মিত শরীরচর্চা করেন এবং স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত। সোশ্যাল মিডিয়ায় তার ওয়ার্কআউটের ভিডিও প্রায়ই দেখা যায়। শুটিংয়ের পরেও তিনি নিজেকে চার্মিং রাখতে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন।
কেকে/এএম