রবিবার, ৩ আগস্ট ২০২৫,
১৯ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

রবিবার, ৩ আগস্ট ২০২৫
শিরোনাম: এনসিপি-ছাত্রদলের সমাবেশ আজ      নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি      এক দফা ঘোষণা      চব্বিশের স্মরণে ২৪ দফা ইশতেহার দেবে এনসিপি      রোববার শাহবাগ এলাকা এড়িয়ে চলার অনুরোধ      ৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র      জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন      
দেশজুড়ে
ডোমারে আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে ব্লু-স্টার স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব
আব্দুল্লাহ আল মামুন, ডোমার(নীলফামারী)
প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১১:৫১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলার সংস্কৃতি বৈচিত্র্যময়। পিঠার কথা উঠতেই বাংলা মুলুকে পৌষ কথা আসে। পৌষের শীতে জমে ওঠে পিঠাপুলির আয়োজন। এরই ধারাবাহিকতায় দিনভর নানা আয়োজনে ব্লু-স্টার পাবলিক স্কুল এন্ড কলেজে দ্বিতীয়বারের মতো স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উৎসবে শিক্ষার্থীরা নিজ হাতে তৈরি করা বিভিন্ন ধরনের পিঠা নিয়ে ১৬টি স্টলে অংশগ্রহণ করে উৎসবকে আর্কষনীয় করে তুলেন।

রবিবার (২৬ জানুয়ারি)  বিকেলে নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ব্রিজের পাশে অবস্থিত  ব্লু-স্টার পাবলিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয় যা চলে রাত পর্যন্ত।

ব্লু-স্টার পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ একেএম মাহবুব আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠা উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক মো. আবু হাতেম ও মো. আব্দুল মান্নান।

ব্লু-স্টার পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক সহ নানা শ্রেণিপেশার মানুষ এ উৎসব পরিদর্শন করেন। এসময় তারা শিক্ষার্থীদের চমৎকার এ আয়োজনে সন্তোষ প্রকাশ করেন এবং পিঠার স্বাদ গ্রহণ করেন।

শিক্ষার্থীরা বলেন, পিঠা উৎসবে তারা নিজ হাতেই পিঠা তৈরি করেছেন। এর আন্দটাই অন্যরকম।

শীক্ষার্থীদেরকে দেশের ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ব্লু-স্টার স্কুল তাদের ছাত্র-ছাত্রীদের নিয়ে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে। তারই ধারাবাহিকতায় আজ অনুষ্ঠিত হয় পিঠা উৎসব। দেশি বাহারি পিঠা প্রদর্শনীর মাধ্যমে শিশুদের দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করানো হয়। 

ব্লু-স্টার পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালক মো. আবু হাতেম বলেন, স্কুল কর্তৃপক্ষ বলছে, আমরা আমাদের এই ছোট ছোট ছেলে-মেয়েদের সেই সংস্কৃতির অংশ সম্পর্কে জানাতে এ পিঠা উৎসবের আয়োজন করেছি। প্রতি বছর এ উৎসব চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

পিঠা উৎসব উপলক্ষে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকদের আগমনে স্কুল প্রাঙ্গণ মিলন মেলায় পরিণত হয়। নেচে-গেয়ে, হই-হল্লা করে সকলে দিনটি পার করেন। শিশুদের আবৃতি, গান, নৃত্য ও চিত্রাঙ্কন পিঠা উৎসবে আসা অথিতিদের মুগ্ধ করে।

কেকে/ এমএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

এনসিপি-ছাত্রদলের সমাবেশ আজ
নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি
এক দফা ঘোষণা
ভেড়ামারায় বিদ্যুতায়িত হয়ে মা—ছেলের মৃত্যু
‘জনগণই খুনি হাসিনাকে গণভবন থেকে নামিয়ে এনেছে’

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরের প্রভাবশালী আ.লীগ নেতা পঁচা দেলু গ্রেফতার
উখিয়ায় জামায়াতের পথসভায় জনস্রোত
মৌলভীবাজারে পৃথক দুর্ঘটনায় ২জনের মৃত্যু
‘শিল্পীর দূরদৃষ্টিতে ফেলনা বলতে কিছু নেই’
চাটমোহরে ভাঙা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close