শুক্রবার, ২২ আগস্ট ২০২৫,
৭ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
শিরোনাম: ফের পিএস বিতর্কে আসিফ      ভাগ পেতেন ডিসি-এসপিরাও      রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই      ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল      সাগর-রুনির পরিবারকে বুঝিয়ে দেয়া হলো রাজউকের প্লট      মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা       নারীর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি টেকসই উন্নয়ন অর্জনের জন্য জরুরি      
প্রিয় ক্যাম্পাস
নজরুল বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় প্রশাসনিক ভবন উদ্বোধন
মোখলেসুর রহমান মাহিম, জাককানইবি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৫:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত দ্বিতীয় প্রশাসনিক ভবন ও কর্মচারী কোয়ার্টার ‘বন্ধন’ এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে ভবন দুইটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, ভবন দুইটি উদ্বোধনের মাধ্যমে দীর্ঘদিনের জায়গা ও আবাসন সংকট অনেকাংশে পূরণ করা সম্ভব হলো। দ্বিতীয় প্রশাসনিক ভবন চালুর ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সকল ধরণের কাজে গতিশীলতা অনেক বৃদ্ধি পাবে বলে আমি আশা করছি। এছাড়া কর্মচারীদের কোয়ার্টার ‘বন্ধন’ চালুর মাধ্যমে ২২ জন কর্মচারীর পরিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থেকে বিশ্ববিদ্যালয়কে আরও ভালো সার্ভিস দিতে পারবে বলে আমি আশা করছি।’

উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী বলেন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ এইচ এম কামাল, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) মো. আশরাফুল আলম, পরিবহণ প্রশাসক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী, হলের প্রভোস্ট, বিভাগীয় ও দপ্তর প্রধানরাসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রশাসনিক ভবন উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের কেয়ারটেকার মো. শহীদ উল্লাহ এবং ‘বন্ধন’ উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন সহকারী রেজিস্ট্রার (আইন) মুহাম্মদ মাহবুবুর রহমান।

উল্লেখ্য, পাঁচতলা ভীতের উপর পাঁচতলা নবনির্মিত প্রশাসনিক ভবনের প্রতিটি ফ্লোর ৬,০৮৮ বর্গফুট করে মোট ৩০,৪৪০ বর্গফুট বিশিষ্ট একটি দৃষ্টিনন্দন ভবন। ছয়তলা ভীতের উপর ছয়তলা ভবনে কর্মচারী কোয়ার্টারে প্রতি ফ্লোরে ৪টি করে ইউনিট রয়েছে তবে একটি ফ্লোরে দুইটি ইউনিট মিলে একটি হল রুম করা হয়েছে। প্রতিটি ইউনিট ৭০০ বর্গফুট করে সর্বমোট ১৬,৮১৮ বর্গফুট বিশিষ্ট ভবন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ভৌত অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় এই দুই ভবনের কাজ সম্পন্ন করা হয়।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ফের পিএস বিতর্কে আসিফ
ভাগ পেতেন ডিসি-এসপিরাও
রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই
কুমিল্লায় চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত
খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ

সর্বাধিক পঠিত

মদনে স্ত্রীর নির্যাতন মামলায় সাবেক কমিশনার গ্রেফতার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা
জয়পুরহাটে বজ্রপাতে আলু ব্যবসায়ীর মৃত্যু
‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
জামালপুরে পূবালী ব্যাংকের সহযোগিতায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close