মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫,
২৯ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
শিরোনাম: রুদ্ধশ্বাস লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ      এনসিপি শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে : সারজিস      সোমবারের উল্লেখযোগ্য সংবাদ      ফের বাড়ল স্বর্ণের দাম      জেন-জি বিক্ষোভের মুখে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট      ১৭ কোটি মানুষের খাদ্যের জোগান দিচ্ছি, ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছি       এবার ‘শাপলা’ প্রতীক চাইল বাংলাদেশ কংগ্রেস      
দেশজুড়ে
সিদ্ধিরগঞ্জে কুন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
ইসমাইল হোসেন মিলন, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কুন প্রস্তুতকারী একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বুধবার (১৪ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বউবাজার শান্তিনগর এলাকায় ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, কারখানাটিতে লাগা আগুন দ্রুত পাশের চারটি গার্মেন্ট ওয়াস্টেজের গোডাউনে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসে। পরবর্তী সময়ে আরো পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু করে।

স্থানীয়রা জানান, আগুন নিয়ন্ত্রণের সময় দ্রুত পানি ফুরিয়ে গেলে আগুন নিয়ন্ত্রণে বিঘ্ন সৃষ্টি হয়। পরে আগুনের তীব্রতা দেখে ফায়ার সার্ভিসকে পুনরায় জানানো হলে আরো পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবকরাও কাজ করছেন। তারা বিভিন্নভাবে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭ টার দিকে একটি কুন কারখানা থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে সেটি পাশের গার্মেন্ট ওয়াস্টেজের চারটি গোডাউনে ছড়িয়ে পড়ে। আগুনে কারখানা ও গোডাউনগুলো সম্পূর্ণ পুড়ে যায়। তবে আগুন লাগার শুরুর দিকে কুন কারখানার কিছু মালামাল অক্ষত উদ্ধার করা হয়।

তবে এক ব্যবসায়ী জানান, গোডাউনে গার্মেন্ট ওয়াস্টেজ এলডি পলিথিন ছিল। আগুনে সব পুড়ে গেছে। গোডাউনে তার পাঁচ লাখ টাকার মালামাল ছিল বলে দাবি করেন এই ব্যবসায়ী। এ ছাড়া মুসলিম, বাবুল, হাশেম নামে আরো তিনজন ব্যবসায়ীর তিনটি ওয়াস্টেজ গোডাউন আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আরেফিন বলেন, আমরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি।

আগুন নিয়ন্ত্রণে মোট ছয়টি ইউনিট কাজ করেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত নিশ্চিত হওয়া যায়নি। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

রুদ্ধশ্বাস লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ
এনসিপি শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে : সারজিস
অগ্নিকাণ্ড ও ভূমিকম্প মোকাবেলায় সাহস ও সচেতনতা জরুরি
রোনালদোয় মুগ্ধ এমবাপে
চলে গেলেন কালাচাঁদ মিয়া, মির্জা ফখরুলের শোক

সর্বাধিক পঠিত

আমিরাতে ‘প্রবাসী প্রিমিয়ার ফুটবল লিগ’ শুরু ৭ নভেম্বর
জালিয়াতি মামলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
এবার ‘শাপলা’ প্রতীক চাইল বাংলাদেশ কংগ্রেস
জেন-জি বিক্ষোভের মুখে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট
মহম্মদপুরের ৭০ শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close