শনিবার, ১৮ অক্টোবর ২০২৫,
২ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
শিরোনাম: নজরদারিতে আ.লীগের পথে অন্তর্বর্তী সরকার      জুলাই সনদ সারা পৃথিবীর জন্য বড় উদাহরণ হয়ে থাকবে      জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি এনসিপিসহ পাঁচ দল      জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা      জুলাই সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফা সংশোধন      কিছু রাজনৈতিক দল প্রতারণা করে জুলাই সনদে স্বাক্ষর করছে      জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে মানিক মিয়া এভিনিউ রণক্ষেত্র      
দেশজুড়ে
ভাঙ্গায় টিকটকের নামে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৬
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫, ৯:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় টিকটক ভিডিও তৈরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও নগ্ন ভিডিও ধারণের অভিযোগে এক ইউপি সদস্যের ছেলেসহ ৬ যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারি) গভীর রাতে ভাঙ্গার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা গ্রামে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্তদের আটক করে। এ সময় একটি মোবাইল থেকে ভুক্তভোগী তরুণীর নগ্ন ভিডিওর ফুটেজ উদ্ধার করা হয়। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকসেদুর রহমান গণমাধ্যমকে বলেন, অভিযুক্তরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টিকটক ভিডিও তৈরির কথা বলে আকরাম হোসেন নামে এক যুবক ভুক্তভোগী তরুণীকে (২০) বোয়ালমারী থেকে ভাঙ্গায় ডেকে আনেন। এরপর আকরাম ও তার সহযোগীরা ওই তরুণীকে প্রথমে একটি বাড়িতে এবং পরে বাবলাতলা বাজারের পাশে একটি ভাড়া বাসায় আটকে রাখে। সেখানে তাকে ভয় দেখিয়ে এবং প্রলোভন দেখিয়ে বারবার ধর্ষণ করা হয়।

পরবর্তীতে স্থানীয়দের সন্দেহ হলে চুমুরদী ইউনিয়নের ইউপি সদস্য মো. আনারুদ্দিনের ছেলেসহ কয়েকজন মিলে আকরাম ও তরুণীকে আটক করে। তরুণীর অভিযোগ অনুসারে, ওই রাতে ইউপি সদস্যের ছেলে ছাইদুলসহ আরও কয়েকজন তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে এবং চাঁদা দাবি করে।

ভাঙ্গা থানার ওসি জানিয়েছেন, এ ঘটনায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলার প্রস্তুতি চলছে। আটক যুবকদের পরিচয় যাচাই করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া শেষ হলে বিস্তারিত জানানো হবে।

এদিকে চুমুরদী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আনারুদ্দিন মোল্লা জানান, প্রথমে স্থানীয় সালিসের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়। তবে তার ছেলের মোবাইলে অশ্লীল ভিডিও ধারণের বিষয়ে জানতে চাইলে, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

কেকে/এএম









মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নজরদারিতে আ.লীগের পথে অন্তর্বর্তী সরকার
কাপাসিয়ায় বিএনপি নেতা এম এ হাসেম চৌধুরীর গণসংযোগ
দাঁতমারায় যুবদল নেতা একরামের ‘অস্থায়ী কার্যালয়’ ইউনিয়ন পরিষদের হলরুম
জুলাই সনদ সই হলেও চ্যালেঞ্জ ও সংকট রয়ে গেছে : জামায়াত
লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে কুমারখালীতে তিন দিনের অনুষ্ঠানমালা শুরু

সর্বাধিক পঠিত

দাঁতমারায় যুবদল নেতা একরামের ‘অস্থায়ী কার্যালয়’ ইউনিয়ন পরিষদের হলরুম
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতের দাবিতে মানববন্ধন
খেলাধুলার কোন বিকল্প নেই -বুরহান উদ্দিন খান সৈকত
তিস্তার ভাঙন রোধে স্থায়ী সমাধান চাই : রায়হান সিরাজী
গোপালপুরে তারেক জিয়া ফাউন্ডেশনের কার্যালয়ে দুর্বৃত্তের হামলা

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close