কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে নবনির্মিত মার্কেট তালা দিয়েছে প্রতিপক্ষ।
গত ১৮ নভেম্বর সকালে মার্কেটের দোকানের ভাড়াটিয়াদের হুমকিধামকি দিয়ে দোকানে তালা দেয় মিন্টু, রুবেলসহ কয়েকজন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
স্থানীয়রা জানায়, করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের আহসান হাবিব ফারুকের সাথে মৃত জজ মিয়ার ছেলে মিন্টু ও মৃত সিদ্দিকের ছেলে রুবেলের ৩ শতাংশ জায়গা নিয়ে বিরোধ চলছিল। গত ২২ অক্টোবর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে জায়গা বুঝিয়ে দেয় ফারুককে। সেখানে মার্কেট নির্মান করে ভাড়া দেন ফারুক তারপর থেকেই প্রতিপক্ষের লোকেরা ভাড়াটিয়াদের হুমকি দিতে থাকে দোকান ভাড়া না নিতে।
ইউপি চেয়ারম্যান আব্দুল হেলিম জানান, দুই পক্ষের জায়গা নিয়ে বিরোধ চলছিল। কোর্টে ফারুকের পক্ষে রায় হয়। এরপর মিন্টু, রুবেলরা রায়ের বিরুদ্ধে আপিল করেন। দুই পক্ষকে নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করছি।
ভুক্তভোগী মার্কেট মালিক আহসান হাবিব ফারুক বলেন, দীর্ঘদিন ধরে ভুয়া কাগজপত্র নিয়ে রুবেল-মিন্টুরা বিরোধ করে আসছিল। কোর্টে রায় পেয়ে ম্যাজিস্ট্রেট আমাকে বুঝিয়ে দেয়ার পরে আমি মার্কেট নির্মান করি। দোকান ভাড়া দিলে ভাড়াটিয়া দের দোকান ভাড়া না নিতে ভয়ভীতি প্রদর্শন করে মার্কেটে তালা দেয় তারা।
অভিযুক্ত রুবেলের সাথে কথা হলে তিনি জানান, জায়গার বিরোধ শেষ হয় নি আমরা কোর্টে আপিল করেছি। ফারুকের নির্মিত মার্কেটে আমাদের জায়গা রয়েছে, তাই আমরা দোকান ভাড়া দিতে নিষেধ করেছি।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাব উদ্দিন জানান, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
কেকে/এমএস