শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি এ্যান্ড এনভায়রনমেন্ট (জিইই) সোসাইটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) হিসেবে মাশরুপ হাসান ও জেনারেল সেক্রেটারি (জিএস) হিসেবে মো. ইমতিয়াজ হোসেন লাবিব দায়িত্ব পেয়েছেন।
সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় সংগঠনটির পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন সাব্বির, শিক্ষা ও সেমিনার সম্পাদক নাঈমা আকতার নিশাত, সহ-শিক্ষা ও সেমিনার সম্পাদক ফারিহা ফারহাত আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক তানহা তাবাসসুম হৃদি, সহ-সাংস্কৃতিক সম্পাদক মো. ফারুক কাজী, ক্রীড়া সম্পাদক নুর-উল-মাজেদ মাহি, সহ-ক্রীড়া সম্পাদক নাফিউল আলম রুপক, প্রচার সম্পাদক কাজী মো. সাফায়েত হোসেন ও সহ-প্রচার সম্পাদক মাসবাহুল ইসলাম হাদি।
কমিটিতে সভাপতি হিসেবে বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম ও কোষাধ্যক্ষ হিসেবে সহকারী অধ্যাপক শাহনাজ শিমুল দায়িত্ব পালন করবেন।
কেকে/এমআই