গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে ৫ দিন ব্যাপী জোড় ইজতেমায় আশরাফ আলী (৬০) নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে।
শনিবার ভোরে স্ট্রোক করে ইজতেমা ময়দানে তিনি মৃত্যুবরণ করেন।
নিহত আশরাফ আলী জামালপুর জেলার সদরের কেন্দুয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে। এ পর্যন্ত জোড় ইজতেমায় আগত ৩ জন মুসল্লির মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয় হাবিবুল্লাহ রায়হান।
তিনি জানান, আশরাফ আলী সাথীদের সাথে তাদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান করছিলেন। রাতে তিনি ঘুমিয়ে পড়লে ভোরে সাথীরা ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতাল নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, আগামী ২ ডিসেম্বর আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে ৫ দিনের জোড় ইজতেমা।
কেকে/লআ