বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫,
২০ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: আন্দোলনরত শিক্ষকরা কাজে না ফিরলে আইনি ব্যবস্থা      রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ইসিকে তফসিল দেওয়ার আহ্বান নাহিদের      খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা      অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে জিরো টলারেন্স নিশ্চিত করতে হবে : উপদেষ্টা ফরিদা      প্রবাসীরা ৬০ দিনের বেশি দেশে থাকলে ফোন রেজিস্ট্রেশন করতে হবে      এভারকেয়ারের পাশে সেনা-বিমান বাহিনীর মহড়ায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ      শীত নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর      
ধর্ম
সঞ্চয়পত্র কিনে মুনাফা গ্রহণ কি জায়েজ?
ধর্ম ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৪:২৬ পিএম

সঞ্চয়পত্র বাংলাদেশ ব্যাংকের একটি আর্থিক পদ্ধতি। এই সঞ্চয়পত্রের পলিসির ওপর নির্ভর করবে এর বৈধতা এবং এর মুনাফার বৈধতা। এর পলিসি যদি সুদভিত্তিক হয়, তাহলে ইসলামে সুদ হারাম। অবশ্যই ইমানদার ব্যক্তিরা সুদের কোনো লেনদেন করতে পারবেন না। সেটাকে যদি আপনি মুনাফা নাম দেন তাও সেটা আপনার জন্য হারাম হবে।

আপনি সেটা গ্রহণ করতে পারবেন না। ইমানদার ব্যক্তির জন্য সেটা হারাম, কোনো সন্দেহ নেই। এক কথায় সঞ্চয়পত্রের লভ্যাংশ যদি সুদের অন্তর্ভুক্ত হয় তবে এটি গ্রহণ করা ইসলামি শরিয়তে জায়েজ নয়।

ইসলামিক স্কলারদের মতে, ‘প্রচলিত সঞ্চয়পত্রের প্রদত্ত টাকা সুদী লেনদেনের অন্তর্ভুক্ত। তাই এভাবে সঞ্চয়পত্র ক্রয় করে জীবিকা নির্বাহ করা মানেই হলো সুদের অংশীদার হওয়া। তাই তা জায়েজ হবে না। কেননা সুদ যে হারাম আল্লাহ তাআলা তা একাধিক আয়াতে নিশ্চিত করেছেন—

১. وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا

‘আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, আর সুদকে করেছেন হারাম।’ (সুরা বাকারা: আয়াত ২৭৫)

২. يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ اتَّقُواْ اللَّهَ وَذَرُواْ مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ

‘হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় পাও। আর সুদের অংশকে ছেড়ে দাও যদি তোমরা মুমিন হয়ে থাক।’ (সুরা বাকারা: আয়াত ২৭৮)

৩. يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ تَأْكُلُواْ الرِّبَا أَضْعَافًا مُّضَاعَفَةً

‘হে মুমিনগণ! তোমরা চক্রবৃদ্ধিহারে সুদ খেয়ো না।’ (সুরা আল-ইমরান: আয়াত ১৩০)

৪. عبد الله بن مسعود عن أبيه عن النبي صلى الله عليه وسلم قال لعن الله آكل الربا وموكله وشاهديه وكاتبه

হজরত আব্দুল্লাহ বিন মাসউদ (রা.)-এর পিতা থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন- ‘যে সুদ খায়, যে সুদ খাওয়ায়, তার সাক্ষী যে হয়, আর দলিল যে লিখে তাদের সবার ওপর আল্লাহ তাআলা অভিশাপ করেছেন। (মুসনাদে আহমাদ ৩৮০৯, মুসনাদে আবি ইয়ালা ৪৯৮১)

সঞ্চয়পত্রের ক্ষেত্রে সরকার নির্দিষ্ট একটি মেয়াদে বিনিয়োগকারীর টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং এর বিপরীতে একটি নির্ধারিত লভ্যাংশ প্রদান করে। এই লভ্যাংশ মূলত বিনিয়োগের ওপর সুদের ভিত্তিতে নির্ধারিত। এর মাধ্যমে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের ওপর অতিরিক্ত মুনাফা পান, যা ইসলামি শরিয়তে সুদ হিসেবে গণ্য হয়।

সঞ্চয়পত্রের লভ্যাংশ কেন গ্রহণযোগ্য নয়?

সঞ্চয়পত্রের মেয়াদে বিনিয়োগকারী মূলধন ফেরত পান না বরং নির্ধারিত হারে লভ্যাংশ পান। এই লভ্যাংশ কোনো উপঢৌকন নয়, বরং মূলত সুদ। ইসলামি শরীয়ত সুদ গ্রহণ ও প্রদানে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

তাছাড়া সঞ্চয়পত্র কোনো বাণিজ্য-চুক্তিপত্র নয়। কারণ, এতে ক্রেতা ‘লাভ-লোকসান’ বহন করে না। বরং ক্রেতা নির্দিষ্ট অর্থে সঞ্চয়পত্র কিনে মূলত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ঋণ দেয়, বিনিময়ে তাকে নির্দিষ্ট হারে মুনাফা দেওয়া হয়। সুতরাং এটা এক প্রকারের সুদভিত্তিক চুক্তিপত্র। এর থেকে প্রাপ্ত মুনাফা সুদের-ই অন্তর্ভুক্ত। আর সুদ অকাট্য হারাম।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  সঞ্চয়পত্র   মুনাফা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

হামজা-শমিতদের ম্যাচ থেকে ৪ কোটির বেশি আয় বাফুফের
পশ্চিমবঙ্গ পুলিশে যোগ দিলেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার
চিরিরবন্দরে বাস–ভ্যান সংঘর্ষে নিহত ২
মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩
দশমিনায় মৎস্য মেরিন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সর্বাধিক পঠিত

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বান্দরবানে প্রার্থনা সভা
ফটিকছড়িতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান
সাভারে টিভি সাংবাদিকদের সংগঠন টিআরসি'র আত্মপ্রকাশ
চিরিরবন্দরে বাস–ভ্যান সংঘর্ষে নিহত ২
বিএনপি নেতার পুকুরে বিষপ্রয়োগ

ধর্ম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close