বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: প্লট দুর্নীতি : জয়-পুতুলের পাঁচ বছর কারাদণ্ড      শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড      শেখ হাসিনা-জয়-পুতুলের মামলার রায় আজ, আদালতে বিজিবি মোতায়েন      এবার একযোগে ১৫৮ ইউএনওকে বদলি      হংকংয়ে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৪৪, নিখোঁজ ২৭৯      শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে      ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ      
খোলা মত ও সম্পাদকীয়
নির্বাচন ঘিরে ডিপ ফেইক
রাষ্ট্রীয়ভাবে ফ্যাক্ট চেকিংয়ে জোর দিন
সম্পাদকীয়
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৯:২০ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গন স্বাভাবিকভাবেই উত্তপ্ত। কিন্তু এবার পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে নতুন এক প্রযুক্তিগত ঝুঁকির কারণে, যার নাম হলো ডিপ ফেক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে হুবহু মানুষের কণ্ঠ, মুখাবয়ব, অঙ্গভঙ্গি নকল করে তৈরি করা ভুয়া অডিও-ভিডিও এখন এমন নিখুঁত যে, সাধারণ মানুষের পক্ষে সত্য-মিথ্যা পৃথক করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। 

ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তি ছড়ানোর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হয়ে উঠতে পারে এ ডিপ ফেক প্রযুক্তি। এ প্রযুক্তি ব্যবহার করে যে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি, মন্ত্রিসভার সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, জনপ্রিয় রাজনৈতিক নেতা বা প্রার্থী—তাদের নামে নির্দেশ, বক্তব্য বা হুমকি তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হতে পারে। এর ফলে মুহূর্তের মধ্যেই সৃষ্টি হতে পারে জনরোষ, সংঘাত বা সহিংসতা। 

ডিপ ফেকের সবচেয়ে বিপজ্জনক দিক হলো এর বিশ্বাসযোগ্যতা। উন্নত সফটওয়্যার এখন মুখের সূক্ষ্ম মাংসপেশির নড়াচড়া পর্যন্ত নিখুঁতভাবে নকল করতে পারে। কণ্ঠস্বরও হুবহু মানুষের মতো। ফলে ভিডিও-অডিওর সত্যতা শনাক্ত করা সাধারণ নাগরিক তো দূরের কথা, অনেক সময় দক্ষ পেশাজীবীর পক্ষেও কঠিন হয়ে পড়ে। আর এমন ভুয়া কনটেন্ট যখন ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল সাইটগুলোতে ভাইরাল হয়, তখন কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক অস্থিরতা তৈরি করা সম্ভব।

নির্বাচনের সময়ে এ প্রযুক্তির অপব্যবহারের ঝুঁকি আরো বহুগুণ বেড়ে যায়। কারণ প্রথমত, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ‘ইমেজ ধ্বংস’ করতে তাদের কণ্ঠ নকল করে ভুয়া নির্দেশ, দুর্নীতির অভিযোগ বা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে কথোপকথন বানিয়ে ছড়ানো হতে পারে। এগুলো সত্য না মিথ্যা তা প্রমাণিত হওয়ার আগেই ক্ষতি হয়ে যাবে। দ্বিতীয়ত, নির্বাচন কমিশনের নামে ভুয়া নির্দেশনা, ভোটকেন্দ্র পরিবর্তন বা সহিংসতার গুজব ছড়িয়ে ভোটারদের ভয় দেখানো হতে পারে। তৃতীয়ত, জনপ্রিয় টিভি চ্যানেল বা পত্রিকার লোগো ব্যবহার করে নির্বাচনের পরিস্থিতি নিয়ে ভুয়া সংবাদ ছড়ানোর ঝুঁকি আছে—যা মূলধারার গণমাধ্যমের ওপর মানুষের আস্থা কমাবে। চতুর্থত, বিদেশি রাষ্ট্র বা সংস্থার নামে ভুয়া বিবৃতি তৈরি করে আন্তর্জাতিক সম্পর্ক নিয়েও বিভ্রান্তি সৃষ্টি করা সম্ভব।

এ পরিস্থিতিতে প্রধান চ্যালেঞ্জ দুটি—একদিকে দ্রুত ছড়িয়ে পড়া ভুয়া কনটেন্ট শনাক্ত করা, অন্যদিকে জনগণকে তাৎক্ষণিকভাবে সত্য-মিথ্যার পার্থক্য জানানো। বাংলাদেশের বাস্তবতায় ডিজিটাল লিটারেসি কম; অনেকেই যাচাই না করেই বিশ্বাস করে এবং শেয়ার করে ফেলে। ফলে মিথ্যা খবর অল্প সময়েই বিস্তার লাভ করে। এ ডিপ ফেইক রোধে এখনই প্রয়োজন জরুরি ও সমন্বিত উদ্যোগ। নির্বাচন কমিশনের অধীনে একটি ২৪/৭ ফ্যাক্ট-চেকিং সেল গঠন করতে হবে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য তাৎক্ষণিকভাবে শনাক্ত করে ব্যাখ্যা দেবে।

সাইবার সিকিউরিটি ইউনিটকে ডিপ ফেক শনাক্তে দক্ষ হতে হবে, ডিজিটাল ফরেনসিক সক্ষমতা বাড়াতে হবে। রাজনৈতিক দলগুলোকে তাদের প্রচার সামগ্রী ইসি দ্বারা প্রাক-ভেরিফায়েড করার একটি নিয়ম কার্যকর হতে পারে। মূলধারার গণমাধ্যমগুলোকে আরো দায়িত্বশীল ভূমিকা নিতে হবে, প্রতিটি তথ্য ক্রসচেক করে প্রচার করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনফ্লুয়েন্সারদের সতর্ক থাকতে হবে, তারা অজান্তে যেন কারো প্রোপাগান্ডা-বাহক না হয়ে ওঠেন। 

সবচেয়ে গুরুত্বপূর্ণ—জনগণকে সচেতন করা এবং ডিজিটাল লিটারেসি বাড়ান। মানুষের জানা উচিত, অনলাইনে যা দেখছেন সবই সত্য নয়, বিশেষ করে নির্বাচনের সময়। গণতান্ত্রিক প্রক্রিয়ার সবচেয়ে শক্তিশালী ভিত্তি হলো আস্থা—নির্বাচনি প্রক্রিয়ার প্রতি, প্রতিষ্ঠানগুলোর প্রতি এবং তথ্যের প্রতি জনগণের আস্থা। ডিপ ফেক সেই আস্থাকে ধ্বংস করতে চায়। নির্বাচন সামনে রেখে এআইয়ের অপব্যবহার রোধ করা তাই শুধু প্রযুক্তিগত নয়, এটি জাতীয় নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতন্ত্র রক্ষার দায়িত্বও। এখনই সতর্ক না হলে, একটি ভুয়া অডিও-ভিডিওই হয়তো দেশের ভবিষ্যৎকে ভুল পথে ঠেলে দিতে পারে।

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  রাষ্ট্রীয়ভাবে   ফ্যাক্ট চেকিং   নির্বাচন   ডিপ ফেইক  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

দ্বিতীয় বারের মতো ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীন-মার্কিন দ্বৈরথ
বয়ান শিল্পাঙ্গনের তৃতীয় নাট্য কর্মশালা ৩০ নভেম্বর থেকে
অস্থিতিশীল বিদ্যুৎ খাত : উত্তরণের উপায়
প্লট দুর্নীতি : জয়-পুতুলের পাঁচ বছর কারাদণ্ড

সর্বাধিক পঠিত

চট্টগ্রামে কবির হোসেন সিদ্দিকীর বিরুদ্ধে ১৮ কোটি টাকার ঋণখেলাপির মামলা
বেনাপোলে বিএনপির উঠান বৈঠক, উন্নয়ন ভাবনা তুলে ধরলেন তৃপ্তি
ধামরাইয়ে সাত অবৈধ ইটভাটায় অভিযান, ১৫ লাখ জরিমানা
বিএনপি যে কথা দেয় সে কথা রাখে : নাসিরুল ইসলাম
বুধবারের আলোচিত ছয় সংবাদ

খোলা মত ও সম্পাদকীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close