বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান      সিসিইউতে খালেদা জিয়া      নিজের গড়া ট্রাইব্যুনালে হাসিনার বিচার হচ্ছে : রিজভী      প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রতিমন্ত্রী শরীফের ১৮ বছর কারাদণ্ড      প্লট দুর্নীতি : জয়-পুতুলের পাঁচ বছর কারাদণ্ড      শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড      
খোলা মত ও সম্পাদকীয়
ভূমিকম্প-পরবর্তী বিদ্যুৎ ব্যবস্থার পুনরুদ্ধার
প্রকৌশলী মো. শাহেদুল আজিম সজল
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৭:২৭ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

গত ২১ নভেম্বর (শুক্রবার) ২০২৫ তারিখে  সকাল ১০টা ৩৮ মিনিটে  সংঘটিত শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫.৭ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলশ্রুতিতে জাতীয় গ্রিড ও সাব-স্টেশনসমূহসহ অবকাঠামোতে ক্ষয়-ক্ষতি হয় এবং বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যায়। বিশেষজ্ঞদের মূল্যায়নে নিকট ভবিষ্যতেও আরও বড় ৭-৮.৫ মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে বিধায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বিদ্যমান বিদ্যুৎ ব্যবস্থার ওপর মারাত্মক চাপ সৃষ্টি হতে পারে এবং দেশের স্বাভাবিক জীবনযাত্রা দীর্ঘ সময়ের জন্য স্থবির হয়ে পড়তে পারে।

এ বাস্তবতায় বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতি মনে করে এ মুহূর্তে বাংলাদেশের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত দুর্যোগ পরবর্তী ‘Rapid Power Restoration’ অর্থাৎ যত দ্রুত সম্ভব জাতীয় বিদ্যুৎব্যবস্থা পুনরুদ্ধারকরণ বিষয়ে পরিকল্পনা প্রণয়ন করা। কারণ বিদ্যুৎবিহীন অবস্থায় হাসপাতাল, পানি সরবরাহ, ফায়ার সার্ভিস, টেলিযোগাযোগ এবং গণপরিবহনসহ গুরুত্বপূর্ণ সেক্টর তাৎক্ষণিকভাবে জীবনরেখা-সেবা এক মুহূর্তেই অচল হয়ে যায়। ফলে স্বাভাবিক জীবনযাত্রা, উদ্ধার কার্যক্রম এবং জাতীয় অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই বিদ্যুৎ পুনরুদ্ধারই জাতীয় পুনরুদ্ধার প্রক্রিয়ার পূর্বশর্ত। এ অবস্থায় বিদ্যমান সম্পদ ও সক্ষমতা ব্যবহার করে তাৎক্ষণিকভাবে কিছু বাস্তবসম্মত রিস্টোরেশন-কেন্দ্রিক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব। দ্রুত ক্ষতির প্রাথমিক মূল্যায়ন নিশ্চিত করা, ব্ল্যাকস্টার্ট সক্ষম ইউনিটগুলো প্রস্তুত রাখা, উপযুক্ত স্থানে আইল্যান্ড মোডে বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা, প্রয়োজন অনুযায়ী সাব-স্টেশন ও ট্রান্সমিশন লাইনের সেকশনোলাইজেশন করা, মোবাইল ট্রান্সফরমার বা মোবাইল সাব-স্টেশন ব্যবহারের জন্য প্রস্তুত রাখা এসব পদক্ষেপ এখনই গ্রহণযোগ্য ও কার্যকর করা জরুরি। পাশাপাশি জেলা পর্যায়ে জরুরি টিম সক্রিয় রাখা এবং যোগাযোগ বিপর্যস্ত হলেও রেডিও বা ওয়্যারলেস ব্যবস্থার মাধ্যমে কমান্ড চ্যানেল সচল রাখাও অত্যন্ত জরুরি।

সমিতি আরো মনে করে এ জাতীয় পরিস্থিতির জন্য এখনো পর্যন্ত কোনো জাতীয় Rapid Power Restoration Protocol আনুষ্ঠানিকভাবে প্রণয়ন করা হয়নি, যা একটি বড় শূন্যতা। বিশ্বের বিভিন্ন দেশে-NERC Restoration Standards (USA), FEMA Lifeline Resilience Framework, CIGRÉ-এর পোস্ট-ডিজাস্টার রিস্টোরেশন মডেল এবং IEEE-এর পাওয়ার সিস্টেম রিস্টোরেশন গাইডলাইন এগুলো অনুসরণ করে সুস্পষ্ট Restoration Protocol আগেই তৈরি করা থাকে। বাংলাদেশেও আন্তর্জাতিক এ মানদণ্ডগুলোকে ভিত্তি ধরে জরুরি ভিত্তিতে একটি ‘National Rapid Power Restoration Protocol (NRPRP)’ প্রণয়ন অপরিহার্য। এই প্রোটোকল থাকলে কোন ক্ষতির পর কোন ধাপে কী করা হবে, কোন প্লান্ট আগে চালু হবে, কোন সাব-স্টেশন আগে energized  হবে এবং কোন অগ্রাধিকার লোড আগে নেওয়া হবে এসব বিষয়ে পূর্বনির্ধারিত নির্দেশনা থাকবে, যা সংকটকালে সিদ্ধান্ত গ্রহণ দ্রুততর করবে।

Restoration এখন সর্বোচ্চ অগ্রাধিকার হলেও, দেশের বিদ্যুৎ খাতকে সত্যিকার অর্থে ভূমিকম্প-সহনীয় করতে মধ্য-মেয়াদে সাব-স্টেশন ও গিডের structural retrofitting, মোবাইল সাব-স্টেশন/ট্রান্সফরমার বৃদ্ধি এবং জাতীয় পর্যায়ে নিয়মিত রিস্টোরেশন ড্রিল পরিচালনা করতে হবে। দীর্ঘ মেয়াদে প্রয়োজন হবে Zonal–islandable national grid architecture, স্মার্ট ও সেল্ফ-হিলিং গ্রিড প্রযুক্তি এবং সব নতুন প্রকল্পে বাধ্যতামূলক ভূমিকম্প-সহনীয় নকশা। তবে সমিতির মূল্যায়ন হলো এ সবই পরবর্তী ধাপ। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে জরুরি বিষয় হলো দ্রুত রিস্টোরেশন সক্ষমতা তৈরি ও নির্দেশিত কাঠামো প্রতিষ্ঠা।

এ লক্ষ্যে বিউবোসহ বিদ্যুৎ খাতের সব ইউটিলিটিসমূহের মধ্যে Unified & Independent Protocol গঠন করা  অপরিহার্য।

বাংলাদেশ পানি ও  বিদ্যুৎ প্রকৌশলী সমিতি আশ্বস্ত করছে যে, বিউবো, পাউবোসহ  বিদ্যুৎ খাতের নিয়োজিত প্রকৌশলীরা সর্বোচ্চ পেশাদারত্ব ও আন্তরিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছেন এবং সঠিক দিক নির্দেশনা পাওয়া গেলে ভূমিকম্প-পরবর্তী বিদ্যুৎ ব্যবস্থার দ্রুত পুনরুদ্ধার (Restoration) বিষয়ে প্রকৌশলীরা সক্রিয় ভূমিকা পালনে বদ্ধপরিকর। তবুও সম্ভাব্য বড় ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় আমরা জোরালোভাবে আহ্বান জানাচ্ছি অবিলম্বে একটি জাতীয় Rapid Power Restoration Protocol প্রণয়ন ও পরিকল্পনা দ্রুত গ্রহণ করা হোক। বিদ্যুৎ দ্রুত ফিরলে জনদুর্ভোগ কমবে, উদ্ধার তৎপরতা ত্বরান্বিত হবে এবং জাতীয় অর্থনীতি বৃহত্তর ক্ষতি থেকে রক্ষা পাবে। এই মুহূর্তে এটিই দেশের স্বার্থে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জরুরি পদক্ষেপ বিধায় এ বিষয়ে অতি  সত্ত্বর উদ্যোগ গ্রহণ করার  প্রয়োজন।

লেখক :  মহাসচিব, বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতি

কেকে/ এমএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কাঠালিয়ায় ঝালকাঠির নতুন জেলা প্রশাসকের সাথে মতবিনিময়
ইটনায় জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান
ফরিদপুরে পাটবীজ বিক্রয় তরান্বিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
তিন ভাইয়ের মিশ্র বাগা‌নে কমলার বাম্পার ফলন

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বান্দরবানে কুরআন খতম ও মাহফিল
কক্সবাজারে ৭ উপজেলায় ইউএনও রদবদল
কাপাসিয়ায় অবৈধ কয়লা চুল্লি পুনরায় চালু, পরিবেশ বিপর্যস্ত
শেখ হাসিনা-জয়-পুতুলের মামলার রায় আজ, আদালতে বিজিবি মোতায়েন
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে কাপাসিয়ায় বিক্ষোভ

খোলা মত ও সম্পাদকীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close