জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে পশু-পাখির চিকিৎসা ও টিকাদান কর্মসূচির সম্পন্ন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতাল প্রাঙ্গণে কৃষক ও পশুপাখি মালিকদের ভিড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মুস্তফিজুর রহমান। হাসপাতাল পরিচালক প্রফেসর ড. অনুপ কুমার তালুকদারের সভাপতিত্বে আয়োজনে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম আফরাদ।
অনুষ্ঠানে রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপাচার্য নতুন রিসেপশন ও ইনফরমেশন ডেস্কের উদ্বোধন করেন, যা রোগী নিবন্ধন, চিকিৎসা নির্দেশনা, রেকর্ড সংরক্ষণ ও ফলো-আপ সেবা আরও সহজ ও দ্রুত করবে।
মুস্তফিজুর রহমান বলেন, ‘পশুরা কথা বলতে পারে না, তাদের চিকিৎসায় প্রয়োজন মানবিকতার গভীর অনুভূতি। বিনামূল্যে চিকিৎসা ও টিকাদান পশুকে সুরক্ষা দেয়, পাশাপাশি খামার পর্যায়ে রোগ প্রতিরোধকে শক্তিশালী করে, যা প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে সহায়তা করে।”
তিনি গাকৃবির ভেটেরিনারি হাসপাতালকে দেশের শীর্ষমানের প্রতিষ্ঠানে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন।
দিনব্যাপী চিকিৎসা শিবিরে শিক্ষক ও ইন্টার্ন শিক্ষার্থীরা রোগ নির্ণয়, চিকিৎসা পরামর্শ, কৃমিনাশক প্রয়োগ, ভিটামিন, প্রয়োজনীয় ওষুধ ও প্রতিরোধমূলক টিকা দেন। এদিন ৬৫টি গরু, ১০৫টি ছাগল ও ভেড়া, ২২৫টি পোলট্রি, ২৩টি বিড়াল, ১২টি কুকুর, ১৩টি কবুতর ও ৮টি পোষা পাখি চিকিৎসা সেবা পায়।
গত এক বছরে হাসপাতালটি ১ হাজার ৩৫১টি পশু চিকিৎসা দিয়েছে এবং ৯৭ জন কৃষককে বিনামূল্যে সেবা প্রদান করেছে। প্রাণিসেবায় গাকৃবির এই উদ্যোগ কৃষক ও সাধারণ মানুষের মনে নতুন আস্থার বার্তা দিয়েছে।
উল্লেখ্য, এ বছরই দেশে প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হচ্ছে। জাতীয় আয়োজনে গর্বের সঙ্গে অংশ নিয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।
কেকে/এমএ