বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
রোববার কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম কমিটির অনুমোদন দেন। এই আংশিক কমিটিতে চারজনের নাম ঘোষণা করা হয়েছে।
মো. শাহেদ হোসেনকে আহ্বায়ক এবং সিরাজুল ইসলামকে সদস্য সচিব করে নবগঠিত আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও সিনিয়র মুখ্য আহ্বায়ক হিসেবে মো. মোমিনুল ইসলাম রানা এবং সিনিয়র মুখ্য সদস্য সচিব হিসেবে মো. আলিম রেজাকে রাখা হয়েছে।
জানা যায়, মো. শাহেদ হোসেন অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও বরিশাল বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মূখ্য সংগঠক। মো. মোমিনুল ইসলাম রানা ২০১৯-২০ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের, মো. সিরাজুল ইসলাম ২০২১-২২ সেশনের আইন বিভাগের এবং মো. আলিম রেজা ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
অনুমোদিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে কমিটিকে পূর্ণাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে।
কেকে/ আরআই