আজ রোববার (১৬ নভেম্বর) থেকে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) স্নাতক ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু। গত মঙ্গলবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষার সচিব প্রফেসর ড. মো. আবু হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।
রোববার বিকাল ৪টা হতে আবেদনটি শুরু হবে এবং আগামী ১৯ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষার জন্য প্রতি ইউনিটে এক হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে এবং আর্কিটেকচার বিভাগের জন্য অতিরিক্ত দুইশত টাকা পরিশোধ করতে হবে। শিক্ষার্থীরা মোবাইল ব্যাংকিং সেবা নগদের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে পারবেন। ২০২৪ ও ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক / সমমানের পরীক্ষায় পাশকৃত শিক্ষার্থীরা শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে এবং ২০২২ সালের পূর্বে মাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের অযোগ্য। ‘এ’ ও ‘বি’ ইউনিটে আবেদনের জন্য দেশের যেকোনো শিক্ষাবোর্ডের অধীনে ৫ স্কেল জিপিএ-তে শিক্ষার্থীর কমপক্ষে ৩ দশমিক ৫০সহ মোট ৭ দশমিক ৫০ জিপিএ থাকতে হবে এবং এগ্রিকালচার, ফিসারিজ ও ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের ক্ষেত্রে চতুর্থ বিষয়ে নূন্যতম ‘বি’ গ্রেড থাকতে হবে। ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ক্ষেত্রে দেশের যেকোনো শিক্ষাবোর্ডের অধীনে ৫ স্কেল জিপিএ-তে প্রতিটিতে কমপক্ষে জিপিএ ৩.০০সহ মোট ৬.০০ জিপিএ থাকতে হবে। বিদেশী শিক্ষাবোর্ড থেকে সমমানের পরীক্ষায় সমতুল্য গ্রেড থাকতে হবে। এ বছর মোট ১৭৯৫ টি আসন নির্ধারণ করা হয়েছে। মোট আসনের অতিরিক্ত হিসেবে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য ১ শতাংশ, বিশেষ চাহিদা সম্পন্ন ২ জন, বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ, বিকেএসপি শিক্ষার্থীদের জন্য ৫টি আসন এবং বিদেশী শিক্ষার্থীদের জন্য মোট ৮০ টি আসন সংরক্ষিত থাকবে।
ভর্তি পরীক্ষা এবং আবেদন সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া আছে সেখান থেকে শিক্ষার্থীরা বিস্তারিত তথ্য জানতে পারবেন।
আবেদন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য শিক্ষার্থীরা সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ০১৭২৯২৬৬২৪৬ ও ০১৫১৫২৫৬৮১০ হটলাইনে যোগাযোগ করতে পারবেন এবং [email protected] তে যোগাযোগ করতে পারবেন।
ট্রানজেকশন সংক্রান্ত যেকোনো সমস্যার জন্য ০১৮২২০২৬২২২ নাম্বারে সকাল ৯ টা হতে রাত ১১ টা পর্যন্ত যোগাযোগ করতে বলা হয়েছে।
কেকে/এমএ