দেশের নয়টি কৃষি ও কৃষিভিত্তিক বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একীভূত ক্লাস্টার ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত এক ঘণ্টার এই পরীক্ষার আয়োজন করবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। অনলাইন আবেদন গ্রহণ শুরু হবে আগামী ২৫ নভেম্বর এবং চলবে ১৫ ডিসেম্বর।
শুক্রবার (১৪ নভেম্বর) গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্লাস্টারভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর প্রথম সমন্বয় সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মুস্তাফিজুর রহমান। সভায় আটটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত ছিলেন। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভার্চুয়ালি অংশ নেন।
সভায় জানানো হয়, ভর্তি আবেদন, পরীক্ষার নিয়ম ও আসনবিন্যাস সংক্রান্ত সব নির্দেশনা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর মনিটরিং পদ্ধতি অনুসরণ করা হবে বলেও সভায় উল্লেখ করা হয়।
সভা শেষে মুস্তাফিজুর রহমান বলেন, “কৃষি ও কৃষিভিত্তিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি ব্যবস্থাকে আরও আধুনিক, স্বচ্ছ ও শিক্ষার্থী-বান্ধব করতে ক্লাস্টার পদ্ধতি কার্যকর ভূমিকা রাখছে। এ বছরের পরীক্ষা আমাদের সম্মিলিত উদ্যোগের সাফল্য।”
তিনি আরও বলেন, “অভিযোজনশীল কৃষিশিক্ষা ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ন্যায়সংগত ও মানসম্পন্ন ভর্তি প্রক্রিয়া অত্যন্ত জরুরি। গাকৃবি এ বছরের সমন্বয়কারী প্রতিষ্ঠান হিসেবে যথাযথ দায়িত্ব পালন করবে।”
এই বছরের কৃষি ক্লাস্টারে অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হল গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।
কেকে/এমএ