‘মানবিক চেতনায় মুখর হোক আমাদের মঞ্চ’—এই স্লোগানকে সামনে রেখে আগামীকাল শুক্রবার (১৪ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ১২ দিনব্যাপী গ্রুপ থিয়েটার উৎসব ২০২৫। জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামে এ উৎসবের আয়োজন করছে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম।
চট্টগ্রাম অঞ্চলের সক্রিয় নাট্যদলগুলোর অংশগ্রহণে সাজানো এই উৎসবে প্রতিদিন সন্ধ্যা ৬টায় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা ৭টায় মিলনায়তনে নাটক মঞ্চায়ন হবে।
আয়োজকরা জানিয়েছেন, উৎসবের মাধ্যমে নাট্যকর্মীদের ঐক্য ও নিয়মিত নাট্যচর্চার ধারাকে আরও শক্তিশালী করা এবং নতুন দর্শকগোষ্ঠী তৈরি করাই মূল উদ্দেশ্য।
চট্টগ্রাম শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শেষেদলীয় নৃত্য পরিবেশন করবে সৃষ্টি কালচারাল ইনস্টিটিউট এবং সন্ধ্যা ৭টায় মিলনায়তনে পরিবেশিত হবে অরিন্দম নাট্য সম্প্রদায় প্রযোজিত নাটক ‘ডলু নদীর হাওয়া’।
উৎসবে ১৫ নভেম্বর প্রসেনিয়াম পরিবেশন করবে ‘নোরা কই যায়’, ১৬ নভেম্বর লোক থিয়েটার পরিবেশন করবে ‘একটি অবাস্তব গল্প’, ১৭ নভেম্বর অঙ্গন থিয়েটার ইউনিট পরিবেশন করবে ‘ বদলী’, ১৮ নভেম্বর প্রতিভাস পরিবেশন করবে ‘পাপ’, ১৯ ও ২০ নভেম্বর অ্যাঁভাগার্ড পরিবেশন করবে ‘‘ফায়ার’, ২১ নভেম্বর গণায়ন নাট্য সম্প্রদায় পরিবেশন করবে ‘জুলিয়াস সিজার’, ২২ নভেম্বর কথক থিয়েটার পরিবেশন করবে ‘অস্পৃশ্য’, ২৩ নভেম্বর নাট্যাধার পরিবেশন করবে ‘কর্ণকুন্তি সংবাদ ও হিড়িম্বা’, ২৪ নভেম্বর কালপুরুষ নাট্য সম্প্রদায় পরিবেশন করবে ‘নির্ভার’, ২৫ নভেম্বর প্রতিনিধি নাট্য সম্প্রদায় পরিবেশন করবে ‘রাজারানী’।
নাটকের টিকেট প্রদর্শনীর পূর্বে মিলনায়তন কাউন্টারে পাওয়া যাবে। নাট্যপ্রেমী দর্শকদের উৎসবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
কেকে/এমএ