জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ ও ফি জমা দেওয়ার কার্যক্রম আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে। আবেদন করা যাবে ৭ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, “এ বছর মোট ছয়টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের অধীনে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি), ‘বি’ ইউনিটে সমাজবিজ্ঞান অনুষদ, ‘সি’ ইউনিটে কলা ও মানবিক অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, ‘সি-১’ ইউনিটে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ, ‘ডি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদ এবং ‘ই’ ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও 'আইবিএ-জেইউ' এর অধীনে ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন অন্তর্ভুক্ত থাকবে।
এ বছর ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের প্রতিটির আবেদন ফি ১,০০০ টাকা, এবং ‘সি ১’, ‘ডি’, ‘ই’ ইউনিট ও আইবিএ’র জন্য আবেদন ফি ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
কেকে/ আরআই