‘জীবন পলাতক নয়, জীবনমুখী হই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) মানসিক স্বাস্থ্য বিষয়ক উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে রংপুর ডিভিশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারের প্রধান আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের কাউন্সেলিং এর সহকারী পরিচালক সাইকোলজিস্ট আদিবা আক্তার। এছাড়া উপস্থিত ছিলেন চারুকলা বিভাগের প্রধান তপন কুমার, ইইই বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ সরকার এবং বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক তারানা নূপুর।
বক্তারা, মানসিক সমস্যা ও তা থেকে উত্তরণের উপায় বিষয়ে আলোকপাত করেন এবং নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে থাকতে ও জীবন সামনের দিকে এগিয়ে নিতে মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়ার তাগিদ দেন।
সমাপনী বক্তব্যে রংপুর ডিভিশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি সাব্বির বলেন, “আমরা দূর থেকে এখানে পড়াশোনা করতে এসেছি, তাই প্রতিনিয়ত আমাদের নতুন নতুন পরিবেশ ও প্রতিকূলতা মোলাবিলা করতে হয়। অনেকের জীবন সম্পর্কে নেতিবাচক ধারণা জন্মায় যা আমাদের ব্যক্তি জীবনে খারাপভাবে প্রভাবিত করে। তাই আমাদের সকল প্রতিকূলতাকে যুক্তিসহ সমাধানের চেষ্টা করতে হবে। আবেগপ্রবণ হওয়া যাবে না।”
কেকে/ আরআই