শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫,
২৩ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: দেশে বড় অঘটনের শঙ্কা      নানা হিসাব-নিকাশে মনোনয়নবঞ্চিতরা      বিএনপির স্থায়ী কমিটির সভায় গৃহীত যত সিদ্ধান্ত      বিএনপি না আসলে এ দেশ ভুটান-কম্বোডিয়ার মতো হতো : প্রকৌশলী তুহিন      মানুষের গণতন্ত্রের নিশ্চয়তা ও সংকট থেকে মুক্ত করেছেন জিয়াউর রহমান : রিজভী      বৃহস্পতিবারের আলোচিত সংবাদ      ৬৬ দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিল ইসি      
রাজনীতি
কোন ষড়যন্ত্রই নির্বাচন বানচাল করতে পারবে না : মুশফিকুর রহমান
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৫:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি মুশফিকুর রহমান বলেছেনম, ‘নির্বাচন বানচালে ষড়যন্ত্র হতে পারে, তবে কোন ষড়যন্ত্রই নির্বাচন বানচাল করতে পারবে না। কারণ, জনগণ তা হতে দেবে না।’

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া তন্তর বাজার এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জামায়াতের চাওয়া নির্বাচনের আগে গণভোট প্রসঙ্গে মুশফিকুর রহমান বলেন, ‘এটাই গণতন্ত্র, তারা কথা বলার সুযোগ পেয়েছে, তাই বলছে। জনগণ যদি তাদের কথা গ্রহণ করে তাহলে তাই হবে। বিএনপি গনভোটের বিপক্ষে নয়। আমরা চাই, জাতীয় নির্বাচন গণভোট একই দিনে হোক। বাংলাদেশের যে পরিবেশ, জনগণের মধ্যে নির্বাচনের যে সারা, গণভোটের আগে নির্বাচন করলে তাতে কোনো সমস্যা হবে না।’

‘দেশে বিএনপির প্রতি মানুষের যে স্বতঃস্ফূর্ত সমর্থন, তা দেখে মনে হয় আগামী নির্বাচনে মানুষ ধানের শীষে ভোট দিবে।’

এনসিপির জোট গঠন সম্পর্কে তিনি বলেন, ‘তারা যদি জোটবদ্ধ বা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে তা হবে গণতন্ত্রের জন্য শুভ সূচনা। বিএনপি চাই, যত দল হোক তারা নির্বাচন করুক। নির্বাচন করে জনগণের ভোট গ্রহণ করে তারা প্রতিদ্বন্ধী হয়ে আসুক।’

বিএনপির মনোনয়ন পাওয়ার পর তিনি প্রথমবার বৃহস্পতিবার সকালে স্থানীয় বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাথে নিয়ে তার নির্বাচনী এলাকায় আসেন। এ সময় তিনি গণসংযোগ, জনসভা, লিফলেট বিতরণ করেন। পরে তিনি ছতুরা শরীফে হযরত মাওলানা আব্দুল খালেকের (রাহ:) মাজার শরীফ জিয়ারত করেন।

এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুসলেম উদ্দিন ভূঁইয়া, কৃষক দলের সাবেক কেন্দ্রীয় নেতা মো. নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সহ-সভাপতি মো, ইলিয়াস, যুগ্ম সম্পাদক নাজমুল হুদা খন্দকার, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন।

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  ষড়যন্ত্র   নির্বাচন বানচাল   মুশফিকুর রহমান  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

দেশে বড় অঘটনের শঙ্কা
নানা হিসাব-নিকাশে মনোনয়নবঞ্চিতরা
বিএনপির স্থায়ী কমিটির সভায় গৃহীত যত সিদ্ধান্ত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস শুধু বিএনপি নয়, পুরো জাতির কল্যাণ বয়ে আনে : প্রকৌশলী আহসান হাবীব
বিএনপি না আসলে এ দেশ ভুটান-কম্বোডিয়ার মতো হতো : প্রকৌশলী তুহিন

সর্বাধিক পঠিত

জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি
জয়পুরহাট রেলস্টেশনে যাত্রী লাঞ্ছিতের অভিযোগ
নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে
পরিচ্ছন্ন পরিবেশই একটি গন্তব্যকে পর্যটনবান্ধব করে তোলে : নুজহাত ইয়াসমিন
এনসিপি নেতার আঙ্গুল কেটে নিল সন্ত্রাসীরা!

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close